কলকাতা: ফের ক্রিকেট জ্বর শহর কলকাতায়। আইপিএলের জোড়া প্লে অফ ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। প্রায় তিন বছর পর আইপিএলের ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। যা নিয়ে সাজো সাজো রব শহরে। ২৪ ও ২৫ মে কলকাতায় হবে দুটি প্লে অফের ম্যাচ। তার আগে বৃহস্পতিবার দুপুরে ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।


প্লে অফের ম্যাচগুলি হবে ২৪ ও ২৫ মে। তার আগে ২০ মে থেকে ইডেনে অনুশীলন শুরু করে দেবে প্লে অফে খেলার সুযোগ পাওয়া দলগুলি। ইডেনের পাশাপাশি সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠেও হবে অনুশীলন। সর্বত্রই জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি থাকবে। কিছু কর্পোরেট বক্সও বায়ো বাবলের আওতায় থাকবে। ক্রিকেটারদের পরিবার ও অফিসিয়ালদের জন্য গ্যালারির যে জায়গার কাজ চলছে, তা প্লে অফের ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে সিএবি।


অনলাইনে প্লে অফের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। টিকিটের দাম করা হয়েছে ৮০০, ১০০০ ও ১৫০০ টাকা। হসপিটালিটি বক্সের টিকিটের দাম করা হয়েছে তিন হাজার টাকা।


আইপিএলের প্লে-অফের বাকি আর মাত্র ১২ দিন। ইডেনে প্রথম দু’টি প্লে-অফ ম্যাচে হবে। তার প্রস্তুতি পর্ব দেখতে বৃহস্পতিবার ইডেনে গিয়েছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব দেবব্রত দাস।


২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনাল আমদাবাদে। বোর্ড সচিব জয় শাহর শহরে আয়োজন করা হবে চলতি আইপিএলের ফাইনাল। প্লে অফের সব ম্যাচ ও ফাইনালে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সকলে তাকিয়ে রয়েছেন সেই ম্যাচের টিকিটের দিকে। টিকিটের চাহিদা তুঙ্গে।


আরও পড়ুন: চাহালের বলে বোল্ড হয়েও নট আউট ওয়ার্নার, ভিডিও দেখলে চমকে উঠবেন