মুম্বই: আইপিএলের (IPL) শেষ লগ্নে বিরাট ধাক্কা কেল চেন্নাই সুপার কিংস। পাঁজরের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে বাদ দিয়েই বাকি টুর্নামেন্টে খেলতে হবে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni)।


দুঃস্বপ্নের মরসুম


কিছু দিন আগেই দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। জানিয়েছিলেন নিজের খেলায় নজর দিতে চান। কিন্তু তার পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট লাগে জাডেজার। ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে ছিলেন না জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে যে আইপিএলের বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে না সে কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেন, ‘‘জাডেজার পাঁজরে বড় চোট লেগেছে। ফলে চিকিৎসকরা ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। এর পরে খেললে চোট আরও বাড়তে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বারের আইপিএলের বাকি ম্যাচে জাডেজা আর খেলবে না ।’’


আইপিএলে ছন্দহীন


চলতি বছরে রবীন্দ্র জাডেজার পারফরম্যান্স মোটেই ভালো নয়। জাডেজা ৮টি ম্যাচে চেন্নাইয়ে নেতা ছিলেন। মাত্র ২টিতে জেতে দল। ১০টি ম্যাচে ব্যাটার জাডেজার সংগ্রহ ১১৬ রান। পেয়েছেন মাত্র ৫টি উইকেট। জাতীয় দলের সফল অলরাউন্ডার জাডেজা মোটেই ছন্দে নেই। তিনি নেতৃত্বের চাপ সামলাতে পারছেন না, এটা বলেই আবার ধোনিকেই দলের নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে।


আরসিবির বিপক্ষে ম্যাচটিতে জাডেজা একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন। আর ঠিক তার পরের ম্যাচে দিল্লির বিপক্ষে জাডেজাকে দলের সঙ্গে ডাগ আউটে বসেছিলেন। চূড়ান্ত একাদশে ছিলেন না। সেই ম্যাচে শিবম দুবে জাডেজার পরিবর্তে খেলেছিলেন। তিনি একটি মাত্র ওভার বল করেন। পরিসংখ্যান বলছে, ১০টি ম্যাচের ৭টিতে কোনও উইকেটই পাননি জাডেজা। অথচ এই জাডেজাই ২৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯১টি উইকেট পেয়েছেন। ২১০টি আইপিএল ম্যাচে ১৩২টি উইকেট রয়েছে তাঁর।