দুবাই: মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। এদিন পঞ্জাব কিংস দলে একাধিক পরিবর্তন করে। এডেন মার্করাম, ঈশান পোড়েল ও আদিল রশিদ, তিনজনের একসঙ্গে অভিষেক ঘটে পঞ্জাবের জার্সিতে। পঞ্জাব কিংসের এই ঘনঘন দল পরিবর্তন করাকে বিদ্রুপ করলেন বীরেন্দ্র সহবাগ। যিনি নিজে এক সময় পঞ্জাব দলের অন্যতম সেরা আকর্ষণ ছিলেন।


মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম মাঠে নামল প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে পঞ্জাব। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ছ নম্বরে রয়েছে রাজস্থান। সব মিলিয়ে মঙ্গলবারের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, প্লে অফের দৌড়ে টিকে থাকবে। হারলে পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা আরও কঠিন হয়ে দাঁড়াবে।


সহবাগের মতে, ঘনঘন দলে পরিবর্তন ঘটানোর ফলেই এই দুই দল আইপিএলে এখনও তেমন সাফল্য পায়নি। বীরু বরাবরই মজাদার মানুষ হিসাবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রত্যেক পোস্টে থাকে হাস্যরসের ছোঁয়া। মঙ্গলবার তিনি পঞ্জাবের দল পরিবর্তনের সঙ্গে বাচ্চাদের ডায়পার বদলের তুলনা করতেও পিছপা হলেন না।


সহবাগ বলেন, ‘রাজস্থান দলটা মোটামুটি গুছিয়ে নিয়েছে। পঞ্জাব কিংস কিন্তু নিজেদের দল ঘনঘন পরিবর্তন করে। রাজস্থানে এবার খুব বেশি তারকা না থাকায় তারা কিছুটা বাধ্য হয়েই দলে খুব বেশি পরিবর্তন করছে না। পরিবর্তন করার আগে ওরা কোনও ক্রিকেটারকে দুই-তিন ম্যাচ অন্তত সুযোগ দেয়। কিন্তু পঞ্জাব তো প্রতি এক দুই ম্যাচ অন্তর অন্তরই দলে পরিবর্তন করে। পঞ্জাব যত ঘনঘন দলে বদল করে, বাচ্চাদের ডায়পারও মনে হয় না এত ঘনঘন বদলাতে হয় বলে।’


সহবাগের কথা মতোই এদিন পঞ্জাব দলে সত্যিই একগুচ্ছ পরিবর্তন চোখে পড়ে। তবে ক্রিস গেলকে পঞ্জাবের প্রথম একাদশে দেখা যায়নি। সুনীল গাওস্কর, কেভিন পিটারসেনরা ৪২তম জন্মদিনে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের দলে সুযোগ না পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন।