মুম্বই: সুনীল নারাইন। এই একটি নাম নিয়ে এখন যাবতীয় কৌতূহল কেকেআর সমর্থকদের। কোথায় নারাইন? উত্তর হচ্ছে, তিনি দলের সঙ্গেই রয়েছেন। কেন খেলানো হচ্ছে না তাঁকে? কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, তাঁর চোট রয়েছে। কিন্তু কী সেই চোট, কতটা গুরুতর, কিছুই খোলসা করে বলেননি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।


এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআর শিবিরকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নই হল, আজ কি খেলবেন ক্যারিবিয়ান বিস্ময়-স্পিনার? বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান ব্যাটে-বলে দুর্দান্ত কিছু করতে না পারার জন্য আরও বেশি করে উঠে পড়েছে প্রশ্ন।


মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে সুস্থ হয়ে উঠলে নারাইন খেলতে পারেন বুধবার। সেক্ষেত্রে বসানো হতে পারে শাকিবকে। আবার কেউ কেউ মনে করছেন, পেসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ব্যাটসনম্যানদের দুর্বলতাকে কাজে লাগাতে খেলানো হতে পারে লকি ফার্গুসনকে। যিনি ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে টানা বল করে যেতে পারেনয। সেক্ষেত্রে কামিন্স, ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণ, তিন ফাস্টবোলারকে নিয়ে অঙ্ক সাজাবে কেকেআর।


টুর্নামেন্টে কেকেআর ও সিএসকে, দুই দলের ভাগ্যই পাল্টেছে। প্রথম ম্যাচে হেরেছিল সিএসকে। জিতেছিল কেকেআর। তারপর থেকে যেন ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে দুই দলের। কেকেআর পরের দুই ম্যাচ হেরে বসেছে। আর পরপর দু ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উটে এসেছে সিএসকে। বুধবার জয় মানেই প্লে অফের দৌড়ে ভালমতোই ঢুকে পড়া। সুযোগ হাতছাড়া করতে চাইবেন না ধোনিরা, বলাই বাহুল্য।


সম্ভাব্য দল


কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান/সুনীল নারাইন/লকি ফার্গুসন, প্যাট কামিন্স, হরভজন সিংহ, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণ।


চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।