আবু ধাবি: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হলেও প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি কেকেআর। অন্যদিকে, চেন্নাই পীযূষ চাওলার পরিবর্তে কর্ণ শর্মাকে খেলাচ্ছে।
টসের পর দীনেশ কার্তিক বলেন, ‘প্রথমে ব্যাট করলে আমরা ভাল খেলছি। আগের ম্যাচের হারের পর দল নিয়ে পর্যালোচনা হয়েছে।’ অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনি বলেন, ‘আমরা রান তাড়া করে বেশ সাবলীল। কয়েকটা ম্যাচ আমাদের ভাল গিয়েছে। কয়েকটা খারাপ। তবে আমরা সব কিছু করতে প্রস্তুত।’
কলকাতা নাইট রাইডার্স: শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অইন মর্গ্যান, শিবম মাভি, প্যাট কামিন্স, সুনীল নারাইন, কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, অম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, স্যাম কারান, শার্দুল ঠাকুর ও কর্ণ শর্মা।
KKR vs CSK,Toss Update: ধোনিদের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত কার্তিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2020 07:20 PM (IST)
Kolkata Knight Riders vs Chennai Super KIngs, IPL 2020: আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হলেও প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি কেকেআর।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -