আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলের পঞ্চম দিন অভিযান শুরু করছে শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। যারা গতবারের চ্যাম্পিয়ন হিসাবে শুরু করলেও প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে। কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক।


মুম্বই বরাবরই কেকেআরের শক্ত গাঁট। মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলে ২৫ বারের সাক্ষাতে ১৯টি ম্যাচ হেরেছে কেকেআর। জয় মাত্র ৬ ম্যাচে। নাইট অধিনায়ক দীনেশ কার্তিক বলছেন, প্রথম ম্যাচেই মুম্বই কাঁটা মোকাবিলা করতে পারাটা তাঁদের পক্ষে ভালই। কেকেআর শিবিরের ইঙ্গিত, মুম্বইয়ের বিরুদ্ধে তাদের হয়ে ইনিংস ওপেন করবেন সুনীল নারাইন ও শুবমান গিল। পাওয়ার প্লে-র ৬ ওভারের ফিল্ডিংয়ের নিয়মের সুবিধা নিয়ে ঝড় তুলতে সিদ্ধহস্ত নারাইন। শুবমানকে দেশের সেরা প্রতিভা বলা হচ্ছে। এরপর নীতিশ রানা, কার্তিক, অইন মর্গ্যান, আন্দ্রে রাসেলের খেলা নিশ্চিত। রাহুল ত্রিপাঠি ও রিঙ্কু সিংহের মধ্যে খেলতে পারেন একজন। বোলিংয়ের দায়িত্বে সম্ভবত প্যাট কামিন্স, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ ও কমলেশ নাগরকোটি।

মুম্বই সম্ভবত আগের ম্যাচের দলই খেলাবে। তবে জেমস প্যাটিনসনের পরিবর্তে খেলানো হতে পারে নাথান কুল্টার নাইলের। কেকেআরের প্রাক্তন ক্রিকেটার হওয়ার সুবাদে নাইটদের শক্তি-দুর্বলতা জানেন তিনি।

কলকাতা নাইট রাইডার্স

শুবমান গিল

সুনীল নারাইন

নীতিশ রানা

দীনেশ কার্তিক (অধিনায়ক)

অইন মর্গ্যান

আন্দ্রে রাসেল

রাহুল ত্রিপাঠি/রিঙ্কু সিংহ

প্যাট কামিন্স

কুলদীপ যাদব

প্রসিদ্ধ কৃষ্ণ

কমলেশ নাগরকোটি

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক)

কুইন্টন ডি’কক

সূর্যকুমার যাদব

সৌরভ তিওয়ারি

কায়রন পোলার্ড

হার্দিক পাণ্ড্য

ক্রুণাল পাণ্ড্য

জেমস প্যাটিনসন/নাথান কুল্টার নাইল

রাহুল চাহার

ট্রেন্ট বোল্ট

যশপ্রীত বুমরা