নয়াদিল্লি: কালই দুইদিনব্যাপী আইপিএলের মেগা নিলাম সমাপ্ত হয়েছে। নিলামের একেবারে শেষ লগ্নে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) প্রত্যাবর্তন ঘটান অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ১.৭৫ কোটির বেস প্রাইসেই তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়কের খোঁজে। অতীতে রাহানে ভারতের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। মুম্বই রঞ্জি দলের হয়ে খেতাব জিতেছেন। অধিনায়ক হিসাব তাঁর ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। এবার কি তাহলে রাহানেকে নাইট দলের অধিনায়ক করা হতে পারে? 


রাহানের নাইট অধিনায়ক হওয়ার প্রসঙ্গে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর তেমন কিছু বলতে চাননি। কে নতুন অধিনায়ক হবে, তা এখনও গতবারের চ্যাম্পিয়নরা নির্ধারিত করেনি বলেই জানান তিনি। নিলামের পর বেঙ্কি বলেন, 'সত্যি বলতে আপনারা সকলেই জানান এসব ক্ষেত্রে আমাদের বসে কথাবার্তা বলতে হবে। এরকম নিলামের পর তো একসঙ্গে বসে, সবটা দেখতে হয়, কী করা যাবে, কী করা সম্ভব, সেসব ভাবতে হয়। স্টেকহোল্ডার এবং দলের অনেকেই এখানে নেই। তাই আমাদের বসে একসঙ্গে এই নিয়ে আলোচনা করার প্রয়োজন। আমি নিশ্চিত আমরা সঠিক সিদ্ধান্ত নেব।'


 






বর্তমানে ভারতীয় দল থেকে বেশ খানিকটা দূরে মুম্বইয়ের অভিজ্ঞ ক্রিকেটার। ২০২২ সালে কেকেআরের অংশ ছিলেন রাহানে। তবে সে মরশুমে তাঁকে তাঁর চেনা ছন্দে দেখা যায়নি। মাত্র ১৯-র গড় ও ১০৩.৯০ স্ট্রাইক রেটে তিনি ১৩৩ রান করেছিলেন সেই মরশুমে। রাহানের সাম্প্রতিক সময়ে আইপিএলে যা পারফরম্যান্স, তাতে তাঁর কেকেআর একাদশে নিয়মিত জায়গা পাওয়া নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে বটে। তাই তাঁর নাইট অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশ কমই বটে।


 






শেষমেশ কেকেআরের অধিনায়ক কে হবেন, সেটা সময়ই বলবে। তবে এই দৌড়ে কিন্তু রিঙ্কু সিংহও সামিল আছেন। তাঁর হাতে ব্যাটন তুলে দেওয়া হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ছোট ভাই' ঋষভকে আবেগঘন বিদায়বার্তা DC কর্নধার জিন্দালের, 'পরিবার'-র উদ্দেশে কী লিখলেন পন্থ?