দুবাই: ত্রয়োদশ আইপিএলে আজ, শুক্রবার কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি রাজস্থান রয়্যালস। প্লে অফের দৌড়ে থাকতে গেলে জিততেই হবে স্টিভ স্মিথের রাজস্থানকে।

মুম্বই ইন্ডিয়ান্সকে আগের ম্যাচে হারিয়ে চনমনে রাজস্থান শিবির। ১২ ম্যাচে ১০ পয়েন্ট স্মিথদের আর প্লে অফের দৌড়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে তাঁদের। অন্যদিকে পরপর ৫ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে পঞ্জাব। ১২ ম্যাচে ১২ পয়েন্ট কে এল রাহুলদের। শুক্রবার ফের জয় মানে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাওয়া। কারা খেলবেন আজ দু’দলের প্রথম একাদশে, দেখে নেওয়া যাক।

কিংস ইলেভেন পঞ্জাব

কে এল রাহুল (অধিনায়ক)

ময়ঙ্ক অগ্রবাল

ক্রিস গেইল

নিকলাস পুরান

গ্লেন ম্য়াক্সওয়েল

মনদীপ সিংহ

ক্রিস জর্ডান

এম অশ্বিন

মহম্মদ শামি

রবি বিষ্ণোই

অর্শ্বদীপ সিংহ

রাজস্থান রয়্যালস

বেন স্টোকস

রবিন উথাপ্পা

সঞ্জু স্যামসন

স্টিভ স্মিথ (অধিনায়ক)

জশ বাটলার

রিয়ান পরাগ

রাহুল তেওয়াটিয়া

শ্রেয়স গোপাল

জোফ্রা আর্চার

অঙ্কিত রাজপুত/জয়দেব উনাদকাট

কার্তিক ত্যাগী