লখনউ: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পাণ্ড্য়রা (Hardik Pandya) এভাবেই উঠে এসেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পরও জাতীয় দলে ডাক আসেনি। কিন্তু আইপিএলের (IPL 2024) মঞ্চে দুরন্ত পারফরম্য়ান্সের পর নির্বাচকরা আর তাঁদের জাতীয় দলের বাইরে রাখার সাহস দেখায়নি। এবার সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন ময়ঙ্ক যাদবও? চলতি আইপিএলে দুটো মাত্র ম্য়াচ খেলেছেন। আর তাতেই যেভাবে বল হাতে দাপট দেখিয়েছেন ২২ গজে, ঘুম উড়েছে তাবড় তাবড় ব্যাটারদের। ২১ বছর বয়সে প্রতিনিয়ত দেড়শো বা তার বেশি গতিতে বল করে গিয়েছেন ময়ঙ্ক। 


ময়ঙ্কের পারফরম্য়ান্স দেখার পরই টম মুডি বলছেন, ''একজন পেস বোলার হিসেবে যে মাপকাঠি রয়েছে, তাতে ময়ঙ্ক কিন্তু দারুণভাবে পারফর্ম করেছে। ও কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার। ময়ঙ্ক এমন একজন বোলার যে পাওয়ার প্লে-তে বল করতে পারে, ডেথ ওভাবে বল করতে পারে। এরকম একজন বোলার কিন্তু যে কোনও দলের সম্পদ, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ উঠছে।''


প্রাক্তন কিউয়ি পেসার মিচেল ম্য়াকলাঘান জানিয়েছেন যে ময়ঙ্ক যদি এমন পারফরম্য়ান্স ধরে রাখতে পারে, তবে তিনি অবশ্যই কুড়ির ফর্ম্যাটের বিশ্বকাপের আলোচনায় উঠে আসবে। ম্য়াকলাঘান বলেন, ''এই মুহূর্তে ময়ঙ্ক হয়ত বিশ্বকাপে দলে ঢোকার জন্য প্রথম পছন্দ নয়। কিন্তু যেভাবে ও খেলে যাচ্ছে আর যেই ছন্দে রয়েছে, তাতে কিন্তু ফর্ম যদি ধরে রাখতে পারে ময়ঙ্ক তবে ওকে নিয়ে আলোচনা হবেই।''


ময়ঙ্ক আরো বলেন, ''দুটো ম্যাচ সেরার পুরস্কার জিতে দারুণ লাগছে। কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে দুটো ম্যাচই জিতেছি বলে। ভারতের হয়ে বেশি ম্যাচ খেলাই আমার জীবনের লক্ষ্য। তাই মনে হয়, এটা সবে শুরু। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।''


 






গত মরশুমেই লখনউ শিবির দলে নিয়েছিল ময়ঙ্ককে। কিন্তু চোটের জন্য মরশুমে একটি ম্য়াচেও খেলতে পারেননি ময়ঙ্ক। পাঞ্জাবের বিরুদ্ধে ১৫৫.৮ কিমি/ঘণ্টা গতিতে বল করে চমকে দিয়েছিলেন সবাইকে। আরসিবির (RCB) বিরুদ্ধে সেই মাইলস্টোনও টপকে গেলেন তিনি। প্রতি ঘণ্টায় ১৫৬.৭ কিমি গতিতে ছুটে এল তাঁর ডেলিভারি। যা চলতি আইপিএলের দ্রুততম ডেলিভারি।