মুম্বই: আগামী মরসুমেও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে আগে নিজেই সেই ব্যাপারে নিশ্চয়তা দিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। চলতি বছরে আইপিএলের শুরুতে অধিনায়কের দায়িত্ব সঁপে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। কিন্তু মাঝপথেই ফের একবার জাডেজা ধোনিকে নেতৃত্বভার তুলে দেন। আর নেতৃত্বে ফের একবার ধোনি আসতেই চেন্নাই সমর্থকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। সোশ্য়াল মিডিয়ায় মাহি ইজ ব্যাক.. এমন হ্যাজও দেখা গিয়েছিল। এবার চেন্নাই সমর্থকদের জন্য আরও সুখবর দিলেন তাঁদের প্রিয় থালা।


 






কী বললেন ধোনি?


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচের আগে টসের সময় উস্থাপক ইয়ান বিশপ ধোনিকে প্রশ্ন করেছিলেন যে আইপিএলে আর কী খেলবেন না কি ধোনি। সেই প্রশ্নরে উত্তরে সরাসরি কিছু না বললেনও ধোনি জানান, ''আমি আগামীতে আইপিএল খেলব কি না, তা সময়ই বলবে। কিন্তু আমি মনে করি যে চেন্নাই সমর্থকদের সামনে যদি আইপিএলকে বিদায় না জানাই, তাহলে তা তাঁদের জন্য ভীষণ খারাপ হবে। তাঁদের প্রতি অবিচার করা হবে।''


পয়েন্ট টেবিলে কে কোথায়?


আইপিএলে এই মুহূর্তে প্লে অফের দৌড়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তাঁদের ঝুলিতে রয়েছে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে রাজস্থান। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে জিতে গেলে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট হয়ে যাবে সঞ্জুস স্যামসনের দলের। সেক্ষেত্রে লখনউ সুপার জায়ান্ট তিন নম্বরে নেমে যাবে। কারণ রান রেটের বিচারে এখনও লখনউয়ের থেকে রাজস্থান এগিয়ে আছে। ফলে তারা দু নম্বরে চলে যাবে। আর প্রথম ২-এ থাকার সুবিধে সব ফ্র্যাঞ্চাইজিই জানে। চেন্নাইয়ের ১৩ ম্যাচে ৮ পয়েন্ট। তারা চাইবে শেষ ম্যাচে জিতে এবারের আইপিএল অভিযান শেষ করা।