PBKS vs SRH LIVE Score: সানরাইজার্সের বিরুদ্ধে শশাঙ্ক-আশুতোষের ৬৬ রানের পার্টনারশিপও জেতাতে পারল না পাঞ্জাবকে

IPL 2024, PBKS vs SRH LIVE Score: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে মোট ২১ বার। সাতবার জিতেছে পাঞ্জাব কিংস, ১৪ বার জয়ী সানরাইজার্স।

ABP Ananda Last Updated: 09 Apr 2024 11:19 PM
PBKS vs SRH LIVE: ২৬ রানের ওভার

শেষ ওভার আশুতোষ ও শশাঙ্ক জয়দেব উনাদকাটের বিরুদ্ধে ২৬ রান তুলল। তবে জয় এল না। পাঞ্জাবের ইনিংস থামল ১৮০ রানে। ২ রানে জিতল সানরাইজার্স।

PBKS vs SRH LIVE Updates: ১৫০ পার

১৯তম ওভারে অবশেষে ১৫০ রানের গণ্ডি পার করল পাঞ্জাব। ওভারে মাত্র ১০ রান দিলেন নটরাজন। ১৯ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৫৪/৬। শেষ ওভারে জয়ের জন্য চাই আরও ২৯ রান।

PBKS vs SRH LIVE: পঞ্চম উইকেটের পতন

পঞ্চম উইকেট হারিয়ে ফেলল পাঞ্জাব। ফের এক ব্যাটার শুরুটা ভাল করেও বড় রান করতে ব্যর্থ। ২৮ রানে রাজাকে ফেরালেন জয়দেব উনাদকাট। ১৪ ওভার শেষে স্কোর ৯৭/৫।

PBKS vs SRH LIVE Updates: ইনিংস সামলাচ্ছেন রাজা-শশাঙ্ক

দুরন্ত ক্যাচ নিয়ে স্যাম কারানকে ২৯ রানে ফিরিয়েছিলেন প্যাট কামিন্স। এবার পাঞ্জাবের হয়ে ইনিংস সামলাচ্ছেন শশাঙ্ক ও রাজা। ১৩ ওভার শেষে স্কোর ৯১/৪। রাজা ২৮ ও শশাঙ্ক ১৫ রানে ব্যাট করছেন। 

PBKS vs SRH LIVE: অর্ধশতরানের গণ্ডি পার

নবম ওভারে ৫০ রানের গণ্ডি পার করল পাঞ্জাব কিংস। ৯ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৫৮/৩। বর্তমানে স্যাম কারান ২৮ ও সিকন্দর রাজা ১০ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।

PBKS vs SRH LIVE Updates: সানরাইজার্সের পাওয়ার প্লে

বল হাতে পাওয়ার প্লের ছয় ওভারে সানরাইজার্সের হয়ে প্যাট কামিন্স ও ভুবনেশ্বর কুমার মোট তিনটি উইকেট নেন। ছয় ওভার শেষে পাঞ্জাবের স্কোর ২৭/৩।

PBKS vs SRH LIVE: ছক্কা মেরে ইনিংস শেষ

ছক্কা দিয়ে সানরাইজার্সের ইনিংস শেষ হল। লং অনে হর্ষল ক্যাচ তো ধরতেই পারলেন না, বরং তাঁর হাতে লেগেই উনাদকাটের শট বাউন্ডারির বাইরে পড়ল। ১৮২/৯ শেষ হল সানরাইজার্সের ইনিংস। ১৪ রানের অপরাজিত রইলেন শাহবাজ।  

PBKS vs SRH LIVE Updates: পরপর উইকেট

সামাদের ঠিক পরের বলেই ৬৪ রানে নীতীশকে ফেরালেন অর্শদীপ। দুরন্তভাবে ম্যাচের মোড় ঘুরল। ফের একবার রাশ পাঞ্জাবের হাতে।

PBKS vs SRH LIVE: ভাঙল পার্টনারশিপ

নীতীশ ও সামাদের বিধ্বংসী ৫০ রানের পার্টনারশিপ ভাঙলেন অর্শদীপ সিংহ। নিলেন তৃতীয় উইকেট। ১৫০ রানে ষষ্ঠ উইকেট হারাল সানরাইজার্স।

PBKS vs SRH LIVE Updates: নীতীশের অর্ধশতরান

৩২ বলে অনবদ্য অর্ধশতরান পূরণ করলেন। শেষ দুই ওভারে সানরাইজার্স ৩৫ রান তুলল। ১৬ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৪৬/৫। দুশোর গণ্ডি পার করতে পারবেন নীতীশরা? তিনি ৩৬ বলে ৬৪ ও আব্দুল সামাদ নয় বলে ২১ রানে ব্যাট করছেন।

PBKS vs SRH LIVE: ক্লাসেন আউট

বিগত কয়েক ওভারে নীতীশ কুমারের সৌজন্যে সানরাইজার্সের রানের গতি অনেকটাই বেড়েছে। ১৩ ওভারে ১০০ রানের গণ্ডি পার করে সানরাইজার্স। তবে ঠিক পরের বলেই বিধ্বংসী হেনরিখ ক্লাসেনকে ফেরালেন হর্ষল পটেল। ক্লাসেন ফর্ম এবং তাঁর দক্ষতার কথা মাথায় রেখে নিঃসন্দেহে এটা বড় সাফল্য। লং অফে ক্যাচ ধরে কারানের উদযাপনেই তা স্পষ্ট। ১৪ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১১১/৫।  

PBKS vs SRH LIVE Updates: রাহুল ত্রিপাঠী আউট

১১ রানে রাহুল ত্রিপাঠীকে সাজঘরে ফেরালেন হর্ষল পটেল। আম্পায়ার আউট না দিলেও পাঞ্জাব রিভিউ করেন। সঙ্গে সঙ্গেই সাজঘরের দিকে রাহুলকে এগোতে দেখা যায়। ইনিংসের মাঝপথে সানরাইজার্সের স্কোর ৬৬/৪।

PBKS vs SRH LIVE: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৪০/৩। দুই উইকেট নিলেন অর্শদীপ, কারান একটি উইকেট নেন। ক্রিজে শূন্য রানে রয়েছেন রাহুল ত্রিপাঠী। এক রানে ব্যাট করছেন নীতীশ কুমার রেড্ডি। 

PBKS vs SRH LIVE Updates: প্রথম উইকেটের পতন

বড় শট হাঁকাতে গিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হলেন ট্র্যাভিস হেড। পিছনে বেশ খানিকটা ছুটে গিয়ে দারুণ ক্যাচ ধরলেন ধবন। ২১ রানে ফিরলেন হেড। ২৭ রানে প্রথম উইকেট হারাল সানরাইজার্স।

PBKS vs SRH LIVE: প্রথম ওভারেই জীবনদান

প্রথম ওভারে রাবাডার বিরুদ্ধে একটি চারই মারলেন। ওভারের চতুর্থ বলে ট্র্যাভিস হেডের ব্যাটের কাণায় বল লাগলেও আম্পায়ার তাঁকে আউট দেননি এবং ধবনরাও রিভিউ চাননি। ফলে জীবনদান পেলেন হেড।

BKS vs SRH LIVE Updates: সানরাইজার্সের পক্ষে ইতিহাস

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে সানরাইজার্স। মুখোমুখি লড়াইয়ে ২১টি ম্যাচের মধ্যে ১৪টিতেই জিতেছে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। সাতটি জিতেছে পাঞ্জাব। 

BKS vs SRH LIVE Score: টস জিতল পাঞ্জাব

সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবন।

প্রেক্ষাপট

মুল্লাপুর: আইপিএলে (IPL 2024) মঙ্গলবার মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH)। শিখর ধবনরা (Shikhar Dhawan) নামছেন ঘরের মাঠে। মুল্লাপুরে। যে মাঠে এই মরশুমে একটিই ম্যাচ খেলেছেন শিখররা। আর সেই ম্যাচে ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। সেই ম্যাচে ৩০ হাজার দর্শক পাঞ্জাব কিংসের সমর্থনে গলা ফাটিয়েছিলেন। ঘরের মাঠে জয়ের হার একশো শতাংশ রাখতে মরিয়া পাঞ্জাব কিংস। 


ঘরের মাঠের জনসমর্থন নিয়ে রোমাঞ্চিত ধবন। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে পাঞ্জাব কিংসের অধিনায়ক বলেছেন, 'আমার বিশ্বাস পাঞ্জাব কিংসের সমর্থকেরাই সবচেয়ে বেশি আবেগপ্রবণ। ওঁদের জন্যই আমাদের ভাল খেলতে হবে। সমর্থকেরা আমাদের বিরাট বড় শক্তি।'


পাঞ্জাব কিংসের হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট সঞ্জয় বাঙ্গার বলেছেন, 'সমর্থকদের জন্যই আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। ঘরের মাঠে আমাদের জয়ের ধারা অব্যহত রাখতে চাই।'


পয়েন্ট টেবিলে দুই দলই তুল্যমূল্য জায়গায় রয়েছে। দুই দলই চারটি করে ম্যাচ খেলে দুটিতে জিতেছে আর দুটিতে হেরেছে। চার পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দশ দলের টুর্নামেন্টে পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ছয়ে রয়েছে পাঞ্জাব কিংস।


আগের ম্যাচে শক্তিশালী গুজরাত টাইটান্সকে তাদের ডেরায় গিয়ে, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হারিয়েছে পাঞ্জাব কিংস। তবে সেই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিলেন লোয়ার অর্ডারের দুই ক্রিকেটার - শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মা। ব্যাটিং টপ অর্ডারের ফর্ম চিন্তায় রাখবে পাঞ্জাব কিংসকে। বিশেষ করে দলের ব্যাটিংয়ের অন্তম স্তম্ভ, জনি বেয়ারস্টো রান পাচ্ছেন না। ইংরেজ তারকা দ্রুত ছন্দে ফিরুক, প্রার্থনা ভক্তদের। ধবন নিজে রান পেলেও, আরও বিধ্বংসী ছন্দে তাঁকে দেখতে চাইছেন সকলে।


অন্যদিকে, আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন তথা পাঁচবারের খেতাবজয়ী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক শর্মা রয়েছেন দুরন্ত ছন্দে। পাঞ্জাবের ডেরায় ঢুকে মঙ্গলবার ২ পয়েন্ট ছিনিয়ে আনতে পারবেন প্য়াট কামিন্স ও তাঁর সতীর্থরা?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.