কলকাতা: সপ্তদশ আইপিএল (IPL 2024) চলছে জোরকদমে। পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে দশ দলের। টি-টোয়েন্টি ফর্ম্যাটকে মনে করা হয় ব্যাটারদের খেলা। অথচ সেখানে বল হাতেও ভেল্কি দেখিয়ে চলেছেন অনেকে। কেই বা ভুলতে পারেন যে, এবারের আইপিএলে (IPL) যে দুই ক্রিকেটার নিলামের টেবিলে রেকর্ড অর্থে বিক্রি হয়েছেন, সেই মিচেল স্টার্ক (Mitchell Starc) ও প্যাট কামিন্স (Pat Cummins), দুজনই তো বোলার!


আইপিএলের প্রথম সপ্তাহেই দুর্দান্ত কিছু বোলিং স্পেল দেখা গিয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছেন পেসার হর্ষিত রানা (Harshit Rana)। গতির আগুনে হইচই ফেলে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের পেসার ময়ঙ্ক যাদব। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছেন চলতি টুর্নামেন্টের দ্রুততম বল। ঘণ্টায় ১৫৬.৮ কিলোমিটার গতিতে।


যদিও বোলিং বিক্রমের নিরিখে সকলকে টেক্কা দিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে বল হাতে তাণ্ডব চালাচ্ছেন বাংলাদেশের তারকা। আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলছেন তিনি। বাঁহাতি পেসার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। আইপিএলের পার্পল ক্যাপও এখন মুস্তাফিজুরের দখলে। তাঁর অফকাটারের উত্তর খুঁজে পাচ্ছেন না ব্যাটাররা। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার।


কী এই পার্পল ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একইভাবে বোলারদের জন্যও রয়েছে বিশেষ স্বীকৃতি। আইপিএলে প্রত্যেক মরশুমে সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপের মতোই পার্পল ক্যাপ নিয়েও বেশ হাড্ডাহাড্ডি টক্কর হয়। টুর্নামেন্টের শেষে যাঁর দখলে থাকে সবচেয়ে বেশি উইকেট, তিনিই পান পার্পল ক্যাপ।


চলতি আইপিএলে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে আপাতত পার্পল ক্যাপের মালিক মুস্তাফিজুর। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল উঠে এসেছেন তালিকার দুই নম্বরে। সোমবার যিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিলেন ৩ উইকেট। ৩ ম্য়াচে ৬ উইকেট রয়েছে গুজরাত টাইটান্সের মোহিত শর্মারও। তবে ইকনমি রেটে পিছিয়ে থাকায় তিনে তিনি। পার্পল ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের খলিল আমেদ। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ট্রেন্ট বোল্ট। ইকনমি রেটে সামান্য পিছিয়ে তিনি।


শেষ পর্যন্ত পার্পল ক্যাপ উঠবে কার মাথায়?


আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে