RCB vs LSG LIVE Score: ব্যর্থ আরসিবির টপ অর্ডার, ময়ঙ্কের দাপুটে বোলিংয়ে জয় লখনউয়ের
IPL 2024, RCB vs LSG LIVE Score: দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৩-১ এগিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কেকেআরের পর ঘরের মাঠে ফের হার আরসিবির। লখনউয়ের বিরুদ্ধে ১৫৩ রানেই অল আউট হয়ে গেলেন বিরাট কোহলিরা।
আরসিবির হয়ে মাহিপাল লোমরোর দুরন্ত ব্যাটিং করছিলেন। নবীন-উল-হককে চার ও ছয় মারেন তিনি। তবে ওভারের শেষ বলে দীনেশ কার্তিককে আউট করেন নবীন। ১৭ ওভারে আরসিবির স্কোর ১৩৬/৭। শেষ তিন ওভারে জয়ের জন্য আরসিবির ৪৬ রানের প্রয়োজন, হাতে রয়েছে তিন উইকেট।
অনুজ রাওয়াতকে ১১ রানে সাজঘরে ফেরত পাঠালেন মার্কাস স্টোইনিস। এরপর ময়ঙ্ক ম্যাচের নিজের তৃতীয় সাফল্য পেলেন। রজত পাতিদারকে ২৯ রানে ফেরালেন তিনি। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ১০৪/৬।
প্রথম ইনিংসে তাঁর গতির আগুনে ছারখার হয়েছিল পাঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচেও প্রভাবিত করছেন লখনউয়ের তরুণ ফাস্ট বোলার ময়ঙ্ক যাদব। ম্যাচ দুই উইকেট নিয়ে নিয়েছেন তিনি। ম্যাক্সওয়েলের পর তাঁর বলে নয় রানে ফিরলেন ক্যামেরন গ্রিনও। ১০ ওভার শেষে স্কোর আরসিবির স্কোর ৬৩/৪।
সপ্তম ওভারে ৫০ রানের গণ্ডি পার করল আরসিবি। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ৫৪/৩।
মাইলফলক ম্যাচে ২২ রানে কোহলিকে ফেরান সিদ্ধার্থ মণিমরন। ঠিক তার পরের ওভারেই আরেক ওপেনার ফাফ ডু প্লেসি ১৯ রানে ডিরেক্ট হিটে রান আউট হন। গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে আউট করেন ময়ঙ্ক যাদব। পাওয়ার প্লের ছয় ওভার শেষে আরসিবির স্কোর ৪৮/৩।
নিজেদের ব্যাটিং ইনিংস থেকে শিক্ষা। গ্লেন ম্যাক্সওয়েল বল হাতে লখনউকে বেশ চাপে ফেলেছিলেন। আরসিবিকেও তাই শুরুতেই স্পিনের ফাঁদে ফেলার লক্ষ্য নিয়ে দুই স্পিনারকে দিয়ে বোলিং ওপেন করান রাহুল। শুরুটা ভাল হলেও, তৃতীয় ওভারে আসল ১২ রান। তিন ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ২৫ রান।
শেষ ওভারে দুই ছক্কা হাঁকালেও, মোট ১৩ রান উঠল। প্রথম তিন বল অবশ্য ডট যায়। ৪০ রানে অপরাজিত রইলেন নিকোলাস পুরান। লখনউ শেষ করল ১৮১/৫ রানে।
রিস টপলিকে ১৯তম ওভারে নাগাড়ে তিন ছক্কা হাঁকালেন নিকোলাস পুরান। ওভারে উঠল ২০ রান। লখনউয়ের স্কোর ১৬৮/৫। ১৮০ রানের গণ্ডি পার করতে পারবে লখনউ?
দুই রানে নিকোলাস পুরানের ক্যাচ মিস করলেন আরসিবি কিপার অনুজ রাওয়াত। তবে ঠিক তার পরের বলেই টপলির লো ফুলটস বল বাউন্ডারি পার করাতে গিয়ে লং অফের হাতে ধরা দেন ডি কক। দুরন্ত ছন্দে দেখাচ্ছিল লখনউয়ের ওপেনারকে। তবে শতরান হাতছাড়া করলেন তিনি। ৫৬ বলে ৮১ রানে আউট হন ডি কক। ১৭ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৪৩/৪। ওভারে মাত্র দুই রান দিলেন টপলি।
দুরন্ত বোলিং করলেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের শেষ ওভারে মার্কাস স্টোইনিসকে ফেরালেন তিনি। চার ওভারে মাত্র ২৩ রান খরচ করে তাঁর সংগ্রহ দুই উইকেট। ১৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ১২৯/৩। ডি কক ৭০ রানে এখনও ক্রিজে উপস্থিত রয়েছেন।
দুরন্ত ছন্দে দেখাচ্ছিল কেএল রাহুলকে। ডি ককের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন তিনি। তবে বড় শট মারার চেষ্টাতেই এক্সট্রা কভারে ময়ঙ্ক ডাগারের হাতে ২০ রানে ধরা দিলেন লখনউ অধিনায়ক। আরসিবিকে প্রথম সাফল্য এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পাওয়ার প্লের ছয় ওভার শেষে লখনউয়ের স্কোর ৫৪/১। ডি কক ৩২ রানে ব্যাট করছেন।
রিস টপলির বিরুদ্ধে প্রথম ওভারেই তিনটি চার মারলেন কুইন্টন ডি কক। ওভারে উঠল ১২ রান।
চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের কেরিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি।
লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসির। আরসিবির দলে আলজ়ারি জোসেফের বদলে রিস টপলি সুযোগ পেলেন। মহসিন খানের বদলে লখনউ একাদশে যশ ঠাকুর।
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: সোমবার তখন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের পাশাপাশি প্র্যাক্টিস চলছে। একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) ব্যাঙ্গালোরের ক্রিকেটারেরা। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস (LSG) শিবির। দুই দলের দুই তারকা একের পর এক লম্বা ছক্কা উড়িয়ে চলেছিলেন। একদিকে গ্লেন ম্যাক্সওয়েল। আরিসিব ব্যাটিংয়ের ভরসা। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। আগের ম্যাচে যিনি ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে ছিলেন।
মঙ্গলবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই যুযুধান শিবিরের খেলা কী প্রত্যাশা করা উচিত, তার ইঙ্গিতই যেন দিয়ে গেলেন দুই দলের দুই তারকা। দুই দলের মন্ত্রই যেন, মাঠে নামো, ক্রিকেট উপভোগ করো আর ভয়ডরহীন খেলো। ফাঁকা গ্যালারিতে দেখা গেল বাড়তি কর্মী বসিয়ে রাখা হয়েছে। চেয়ার থেকে বল সংগ্রহ করে তা মাঠে ছুড়ে দেওয়ার জন্য।
তবে বিরাট কোহলি ছাড়া আরসিবি-র টপ অর্ডার ব্যাটিং ছন্দে নেই। আগের ম্যাচে ম্যাড ম্যাক্সের দুবার ক্যাচ পড়ার পরেও বড় রান পাননি। চেন্নাইয়ে ওপেনিং ম্যাচে ঝোড়ো ইনিংস খেলার পরের দুই ম্যাচে রান পাননি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুরন্ত পারফর্ম করে এলেও, এবার আরসিবি-র হয়ে তিন নম্বরে এখনও নজর কাড়তে পারছেন না ক্যামেরন গ্রিন।
উদ্বেগ রয়েছে রজত পাতিদারের ফর্ম নিয়েও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তারপর থেকে তাঁর ব্যাটে রানের খরা। আরসিবির চার বিদেশিকে নিয়ে ধন্দ রয়েছে। প্রথম তিন ম্যাচে পেসার আলজারি জোসেফ ওভার প্রতি ১২ রান করে খরচ করছেন। পেয়েছেন একটামাত্র উইকেট। আকাশ দীপ, লকি ফার্গুসন বা রিস টপলির মধ্যে কোনও একজনকে খেলানোর সম্ভাবনা বাড়ছে।
লখনউ সুপার জায়ান্টসের সবচেয়ে বড় কাঁটা কে এল রাহুলের ফিটনেস। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি খেলেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। দলকে নেতৃত্ব দিয়েছিলেন পুরান। সোমবার প্র্যাক্টিসেও পুরোদমে নেট করেননি। কিছুক্ষণ নকিং করে বিভিন্ন ধরনের ফিটনেস ড্রিল করতে দেখা যায় তাঁকে। আরসিবি-র বিরুদ্ধেও শুধু ব্যাটার হিসাবে খেলতে পারেন রাহুল। অর্থাৎ, আরসিবি প্রথমে ব্যাট করলে রাহুল ব্যাটিং করবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হবে বোলারকে।
সোমবার প্র্যাক্টিসে দেখা গেল লখনউয়ের বোলিং কোচ মর্নি মর্কেল দীর্ঘ সময় কাটালেন দলের নতুন পেস চমক ময়ঙ্ক যাদবের সঙ্গে। পুরান ছাড়াও ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডা, আয়ু, বাদোনিরা শুধু বল উড়িয়ে গেলেন। আজ কী হবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -