কলকাতা: আইপিএল (IPL 2024) শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। টুর্নামেন্টের ১৭তম সংস্করণে যেসব ক্রিকেটারদের দিকে নজর থাকবে, তাঁদের মধ্যে একমাত্র শুরুর দিকেই মিচেল স্টার্কের (Mitchell Starc) নাম থাকবে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ, ২৪.৭৫ কোটি টাকায় স্টার্ককে দলে নিয়েছে কেকেআর (KKR)। তাঁর থেকে নাইট সমর্থকদের প্রচুর প্রত্যাশা। কিন্তু অনুশীলন ম্যাচে স্টার্কের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন রিঙ্কু সিংহ (Rinku Singh)।


কেকেআরের অনুশীলন ম্যাচে স্টার্ক শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেন। নিজের প্রথম ওভারে এক রান খরচ করে রহমানুল্লাহ গুরবাজ়ের উইকেট নেন তিনি। তবে শেষটা তেমনভাবে করতে পারলেন না অজ়ি তারকা বোলার। ডেথ ওভারে বোলিং করার সময় প্রথম ওভারে ১০ রান খরচ করেন স্টার্ক। আর ইনিংসের শেষ ওভারে ২০ রান খরচ করেন তিনি। একটি ছক্কা ও তিনটি চার মারা হয় স্টার্কের বিরুদ্ধে। রিঙ্কু নিজেই একটি চার ও ছক্কা হাঁকান। তিনি ২৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। মণীশ পাণ্ডে ২০ বলে ৩১ রানের ইনিংসে প্রভাবিত করেন।


 






একদিকে যেমন রিঙ্কু প্রভাবিত করেন, তেমনই নজর কাড়েন ফিল সল্টও। তিনি অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন। স্পিন হোক বা ফাস্ট বোলিং, অবলীলায় সুয়াশ, চেতন সাকারিয়াদের মাঠের বাইরে ফেলেন সল্ট। ইংল্যান্ড তারকা নাইটদের প্রথম অনুশীলন ম্যাচেও ৪১ বলে ৭৮ রান করেছিলেন। প্রথমে দল না পেলেও, তাঁকে জেসন রয়ের পরিবর্ত হিসাবে দলে নিয়েছে কেকেআর। শুরুটা কিন্তু তারকা কিপার-ব্যাটার বেশ ভালভাবেই করেছেন। ২৩ মার্চ, কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে নাইটদের একাদশে সল্ট জায়গা পান কি না, এখন সেটাই দেখার বিষয়।      


নিজেদের ঘরের মাঠে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে কেকেআর। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। আইপিএলের প্রথমার্ধে কেকেআরের এই তিন ম্যাচই খেলার কথা। ২৯ মার্চ ও ৩ এপ্রিল কেকেআরের বাকি দুই ম্যাচ খেলা হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়়ুন: মুম্বই অনুশীলনে রোহিতকে দেখেই জড়িয়ে ধরলেন হার্দিক, ভাইরাল হল ভিডিও