মুম্বই: আইপিএল (IPL 2024) মরশুমের প্রথম জয়ের লক্ষ্যে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে বিরাট রান খাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শুরুতে রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিষাণের দাপটের পর শেষে রোমারিও শেফার্ড (Romario Shepherd) ও টিম ডেভিডের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে পাঁচ উইকেটে ২৩৪ রান তুলল মুম্বই। ম্যাচের শেষ ওভারে অনরিক নখিয়ার বিরুদ্ধে ৩২ রান তুললেন রোমারিও শেফার্ড। চারটি ছয় ও দুইটি চার মারলেন তিনি। ১০ বলে ৩৯ রান করলেন তিনি। ৪৫ রানে অপরাজিত রইলেন তিনি। রোহিত ৪৯, ঈশানের ৪২ রানের পাশাপাশি হার্দিক পাণ্ড্য ৩৯ রান করেন।


ম্যাচের শুরু থেকেই রোহিতকে আগ্রাসী মেজাজে দেখা যায়। ঈশান্ত শর্মার বিরুদ্ধে দ্বিতীয় ওভারে পরপর দুই চার হাঁকান রোহিত। শুরু হয় চার, ছক্কার বন্যা। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বই পাওয়ার প্লের ছয় ওভারেই ৭৫ রান তুলে ফেলে, তাও আবার বিনা উইকেটে। রোহিত অর্ধশতরান দোরগোড়াতেই অক্ষর পটেলের বলে সাজঘরে ফেরেন। তাঁর সংগ্রহ ৪৯ রান। এই ম্যাচেই চোট সারিয়ে অবশেষে বহু প্রতিক্ষার পর প্রত্যাবর্তন ঘটান সূর্যকুমার যাদব। তবে তিনি সম্পূর্ণ ব্যর্থ খাতা খোলার আগেই তাঁকে অনরিক নখিয়া সাজঘরে ফেরত পাঠান।


মুম্বইয়ের দুই ওপেনারের দুরন্ত শুরুর পর দিল্লিকে কিন্তু অক্ষর পটেল ম্যাচে ফেরান। ক্ষুরধার বোলিংয়ে রোহিতের পর ঈশানকেও ৪২ রানে ফেরান তিনি। তিলক বর্মার ছয় রানে ক্যাচও ধরেন তিনিই। এক সময় মনে হচ্ছিল দুরন্ত শুরুটা করলেও, মুম্বই দুশো রানের গণ্ডি পার করতে পারবে না। অধিনায়ক হার্দিক বেশ দেখেশুনেই ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তাঁকেও আউট করেন সেই নখিয়াই। কিন্তু অপরপ্রান্তে টিম ডেভিড বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন।


তাঁকে যোগ্য সঙ্গ দেন শেফার্ড। শেষের দিকে এই দুইয়ের সৌজন্যেই মুম্বই এই সুবিশাল স্কোর খাড়া করে। শেফার্ড আইপিএলের ইতিহাসের সর্বাধিক স্ট্রাইক রেট (অন্তত ১০ বল খেলা) নিয়ে নিজের ইনিংস শেষ করেন। নখিয়া এবং অক্ষর দিল্লি ক্যাপিটালসের হয়ে দুইটি করে উইকেট নেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শতরান হাঁকিয়েও রাজস্থান রয়্যালসের ট্রোলের শিকার বিরাট কোহলি?