Rohit Sharma: KKR-র কোচ হয়েছেন অভিষেক, দল বদলে বন্ধু নায়ারের তত্ত্বাবধানে খেলবেন রোহিত? ইঙ্গিতপূর্ণ পোস্ট MI-র
Mumbai Indians: পল্টনদের সোশ্যাল মিডিয়ায় কেকেআর কর্ণধার শাহরুখ খানের সিনেমারই একটি ডায়লগ ধরা করে একটি পোস্ট করা হয়।

নয়াদিল্লি: আজই জল্পনা সত্যি করে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন অভিষেক নায়ার। বেশ কয়েকদিন ধরেই তাঁর নাইট কোচ হিসাবে দায়িত্ব পাওয়ার খবর শোনা যাচ্ছিল। আজই তা সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। নায়ারের হেড কোচ হওয়ার পাশাপাশি বিগত কয়েকদিন ধরে আরও এক জল্পনা শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল রোহিত শর্মা (Rohit Sharma) নাকি পরবর্তী আইপিএসল (IPL 2026) মরশুমে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দিতে পারেন। সেই জল্পনার মাঝে আজই ইঙ্গিতপূর্ণ পোস্ট করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
রোহিত এবং অভিষেক নায়ার উভয়েই মুম্বই দলের প্রাক্তন সতীর্থ। রোহিত ভারতীয় অধিনায়ক হিসাবে থাকাকালীন টিম ইন্ডিয়ার সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। দুইজনে বেশ ভাল বন্ধুও বটে। অস্ট্রেলিয়ায় নিজের কামব্যাক সিরিজ়ের আগেই নায়ারের সঙ্গেই অনুশীলন সেরে নিজের ওজন ঝরিয়েছিলেন রোহিত। দুইজনের সম্পর্কের এই সমীকরণই রোহিতের নাইট শিবিরে যোগ দেওয়ার জল্পনায় ইন্ধন জোগাচ্ছিল। উপরন্তু, রোহিত পল্টনদের অধিনায়কত্ব হারানোর পর থেকেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও না না রকম খবরাখবর ভাসছিল।
𝗦𝘂𝗻 𝘄𝗶𝗹𝗹 𝗿𝗶𝘀𝗲 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄 𝗮𝗴𝗮𝗶𝗻 ye toh confirm hai, but at (K)night… मुश्किल ही नहीं, नामुमकिन है! 💙 pic.twitter.com/E5yH3abB4g
— Mumbai Indians (@mipaltan) October 30, 2025
সেইসব জল্পনার এবার জবাব দিল মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনদের সোশ্যাল মিডিয়ায় কেকেআর কর্ণধার শাহরুখ খানের সিনেমারই একটি ডায়লগ ধরা করে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, 'সূর্য যে কাল সকালে আবারও উদয় হবে, সেটা নিশ্চিত, তবে নাইটে, বিষয়টা মুশকিল নয়, অসম্ভব।' এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মুম্বই ইন্ডিয়ান্স লেখাসমেত রোহিতের একটি ছবি পোস্ট করা হয়। অর্থাৎ সরাসরি না হলেও, মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এই পোস্টের মাধ্যমে ইঙ্গিত করা হয় রোহিত কোনওদিনই নাইটদের অঙ্গ হবেন না।
অবশ্য রোহিত একা নন, এই বছরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নেমে হতাশাজনক মরশুমের পর কেকেআরের সঙ্গে অনেকেরই নাম জুড়েছে। পরবর্তী মরশুমের আগে নাইট শিবিরে ঢালাও বদল হতে পারে বলেও খবর। আইপিএলের ট্রেড উইন্ডো বর্তমানে খোলা। নিলামের সপ্তাহখানেক আগে পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। এই উইন্ডোতে সঞ্জু স্যামসনের বড় তারকার দলবদলের খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুলও নাকি জার্সি বদল করতে পারেন। দুই তারকার সঙ্গেই কেকেআরের নাম জোড়া হয়েছে। তবে এখনও সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি।




















