নয়াদিল্লি: আর মাত্র দিন তিনেকের অপেক্ষা, তারপরেই ২২ মার্চ, শুক্রবার থেকে আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024) শুরু হয়ে যাবে। টুর্নামেন্টের আগে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে সব দলই। এরই মাঝে দুই ফ্র্যাঞ্চাইজির দুই তারকা ক্রিকেটার নিজেদের দলে যোগ দিলেন। গুজরাত টাইটান্সে (Gujarat Titans) যোগ দিলেন দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে (Royal Challengers Bangalore) যোগ দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।


দলের অধিনায়ক শুভমন গিলকে বিরাট আড়ম্বর করে স্বাগত জানানো হয় গুজরাতের তরফে। সেই ভিডিও গুজরাত টাইটান্সের তরফে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়ায় গুজরাতের তরফে এক পোস্টে লেখা হয়, 'স্বাগত অধিনায়ক গিল! আমাদের অধিনায়ক অবশেষে চলে এসেছেন।'


 






কালই গুজরাতের তরফে নতুন মরশুমের জন্য নিজেদের জার্সিও প্রকাশ করা হয়। প্রসঙ্গত, এ মরশুমের আগেই হার্দিক পাণ্ড্য গুজরাত ছেড়ে নিজের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। তাঁর বদলে শুভমনকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সেই হার্দিকের মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজেদের এবারের অভিযান শুরু করবে গুজরাত। ২৪ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই সেই ম্যাচ আয়োজিত হবে।  


নতুন মরশুমের আগে বিরাট কোহলিও চলে এসেছেন বেঙ্গালুরুতে। তিনি দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। ছেলের জন্মের সময় দেশের বাইরেও ছিলেন বলে খবর। তবে রবিবার রাতেই তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। সেখানে তিনি বেঙ্গালুরুর বিমানের জন্য অপেক্ষা করছিলেন। বিরাটের পরনে এক সাদা টি-শার্টে একটি বিরাট কার্টুন ক্যারেক্টার ছিল। সেখানে লেখা 'ড্যাড'। 


 






ইতিমধ্যেই আরসিবিতে দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি, আকাশ দীপের মতো তারকারা যোদ দিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। কোহলিও যোগ দেওয়ায় আরসিবির শক্তিবৃদ্ধি হল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কোহলিরা মাঠে নামবেন। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: প্রকাশিত হল আইপিএল ২০২৪-র জন্য ঋদ্ধি, গিলদের গুজরাত টাইটান্সের জার্সি