হায়দরাবাদ: আইপিএলের (IPL 2025) ইতিহাসে প্রথম পাঁচ সর্বোচ্চ স্কোরের তালিকায় চারটিই এসেছে সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs RR) ব্যাটিং তাণ্ডবে। গত মরশুমে ২৮৭ রান তুলেছিল হায়দরাবাদ। সেটিই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। এবারের আইপিএলে প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮৬ রান তুলে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঈশান কিষাণ বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন।


বৃহস্পতিবার ফের মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। যারা প্রথম ম্যাচে হেরেছে। নিজামের শহরে ঋষভ পন্থদের ঘুরে দাঁড়ানোর লড়াই। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পন্থ। শুরুতেই তাঁকে সামলাতে হবে হায়দরাবাদের ব্যাটিং প্রলয়। 


প্রথম ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ। যাঁকে এবারের নিলামের আগে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে যেন নিজেকে নতুন করে প্রমাণ করতে মরিয়া রাঁচির তরুণ। বিধ্বংসী ইনিংসে সেই ছাপই রেখেছিলেন। যদিও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান ঈশান। তারপর থেকে তাঁর লখনউয়ের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয় ছিল। তবে সব উদ্বেগের অবসান ঘটিয়ে ম্যাচে নেমে পড়ছেন তিনি। 


বৃহস্পিতবার দলে কোনও পরিবর্তন করেনি সানরাইজার্স হায়দরাবাদ। টসের পর তাদের অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দেন, ফের বড় রান করতে প্রস্তুত তাঁরা। বলেন, 'আশা করছি বোর্ডে ফের বড় রান তুলতে পারব।' যা যে কোনও প্রতিপক্ষের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।


 






লখনউ আগের ম্যাচের দলে একটি পরিবর্তন করেছে। ফিট আবেশ খানকে খেলানো হচ্ছে শাহবাজ আমেদের পরিবর্তে। শাহবাজকে রাখা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে।                    


সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমরজিৎ সিংহ, হর্ষল পটেল ও মহম্মদ শামি।


লখনউ সুপার জায়ান্টসের একাদশ: এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকিপার ও অধিনায়ক), আব্দুল সামাদ, ডেভিড মিলার, আয়ূষ বাদোনি, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, আবেশ খান, দিগ্বেশ রাঠি ও প্রিন্স যাদব।