হায়দরাবাদ: ঘরের মাঠে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এদিনের দ্বিতীয় ম্যাচে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। নিজেদের প্রথম দুটো ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে শিখর ধবনের দল। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ তাঁদের প্রথম দুটো ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ও পরের ম্যাচে এইডেন মারক্রামের নেতৃত্বে খেলেছেন সানরাইজার্স। 


আইপিএলের গত দুটো মরসুমে পয়েন্ট টেবিলে আট নম্বরে শেষ করেছিল সানরাইজার্স। এবারও মরসুম একদমই ভাল শুরু হয়নি। প্রথম ম্যাচে রাজস্থান ও পরের ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছে। 


আজকের খেলা


আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস


কবে খেলা


আজ ৯ এপ্রিল, রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ বিকেল ৩টায় টস হবে।


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি।


পাঞ্জাব কিংস কেকেআরের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে জয় ছিনিয়ে নিয়েছে। রাজস্থানের বিরুদ্ধেও জয় পেয়েছিল শিখর ধবনের দল। লিয়াম লিভিংস্টোন এখনও দলের সঙ্গে যোগ দেননি। কিন্তু শিখর ধবন, ভানুকা রাজাপক্ষে ২ জনেই দলের ব্যাটিং অর্ডারকে মূলত নেতৃত্ব দিচ্ছেন। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন অর্শদীপ সিংহ। প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনুশীলনেও নেমেছেন। তাঁকেও হয়ত সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। 


সানরাইজার্স শিবিরের ব্যাটিং অর্ডার মূল চিন্তার বিষয় তাঁদের মারক্রাম দলে ঢুকে পড়লেও একটি মাত্র ম্যাচ খেলেছেন, যেখানে কিছুই করতে পারেননি। অন্যদিকে রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, ময়ঙ্ক আগরওয়ালরা কেউই এখনও রান পাননি। বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমারও প্রভাব ফেলতে পারেননি এখনও।