মুম্বই: ৪ মার্চ থেকে শুর হচ্ছে ডব্লিউপিএল ২০২৩। সেই টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবারই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সি প্রকাশ করা হয়। ঘোষণা করা হয়ে দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের নামও। সদ্যই অস্ট্রেলিয়া ষষ্ঠবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব নিজেদের নামে করেছে। সেই দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন মেগ ল্যানিং (Meg Lanning)। প্রথম ডব্লিউপিএলে (Women's Premier League 2023) অধিনায়কত্বের জয়ের জন্য তাঁর ওপরেই ভরসা রাখছে দিল্লি ক্যাপিটালস। সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে জেমাইমা রডরিগেজকে (Jemimah Rodrigues)।


নেতিবাচক চিন্তা থেকে দূর


বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেই খেতাব জয়ের স্বপ্নভঙ্গ ভারতের। জেমাইমা সেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। জেমাইমার মতে বিশ্বকাপের হতাশা দূর করতে সাহায্য করবে ডব্লিউপিএল। তিনি দিল্লির জার্সি প্রকাশ অনুষ্ঠানে বলেন, 'আমরা সেমিফাইনাল হারের পরেও দুইদিন দক্ষিণ আফ্রিকায় ছিলাম। সত্যি বলতে পুরো বিষয়টা মানিয়ে নিতে বেশ সময় লেগেছে। আমরা কেউই মানসিকভাবে ভাল ছিলাম না। তবে এখানে এসে পরিবারের সঙ্গে দুই দিন সময় কাটানোটা সাহায্য করেছে। বিশ্বকাপে হারের হতাশা তো দূর হবে না, তবে সরাসরি ডব্লিউপিএল খেলতে নামাটা এখানে বেশ লাভদায়কই বটে। এই টুর্নামেন্ট খেলতে নামায় নেতিবাচক চিন্তাভাবনা থেকে আমরা খানিকটা দূরে থাকতে পারব।'


ল্যানিং সেরা


আইসিসি ট্রফি জয়ের নিরিখে মেগ ল্যানিং সর্বকালের সফলতম অধিনায়ক। তাঁর নেতৃত্বেই দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পাচ্ছেন জেমাইমা। তিনি কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দিলেন, ল্যানিংকে তিনি ছাড়ছেন। তাঁর থেকে যতটা সম্ভব শেখার জন্য তাঁকে সবসময় বিরক্ত করার জন্য তিনি তৈরি। 'আমি বাকিদের কথা বলতে পারব না, তবে আমি ওঁর থেকে শেখার জন্য এবং ওঁকে জ্বালাতন করার জন্য মুখিয়ে আছি। সবাই তো এমন সুযোগ পায় না। আমি এই সুযোগ পাচ্ছি, তাই এটাকে কাজে লাগাতে হবে। আমার মতে আমাদের দলের জন্য ওঁ  সেরা অধিনায়ক। কারণ দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মেলবন্ধন রয়েছে। মেগ ল্যানিংয়ের অভিজ্ঞতা এই দলকে অন্য পর্যায়ে পৌঁছে দেবে।' মত জেমাইমার।


প্রসঙ্গত, প্রথম ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও ইউপি ওয়ারিয়ার্স- এই পাঁচটি ফ্রাঞ্চাইজি খেলবে। টুর্নামেন্টে মাত্র চারটি ডবল হেডার অর্থাৎ একদিনে দুইটি ম্যাচ আয়োজিত হবে। ডিওয়াই পাতিল ও ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রত্যেকটিতে ১১টি করে ম্যাচ আয়োজিত হবে। ২৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে এলিমিনেটর। ৬ মার্চ ব্রেবোর্নেই আয়োজিত হবে প্রথম ডব্লিউপিএলের ফাইনাল ম্যাচটি। 


আরও পড়ুন: