বেঙ্গালুরু: চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। তিনি টেস্ট সিরিজের আগেই নিউজিল্যান্ডে ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন। আজ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর ফিটনেস টেস্ট ছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তিনি নিউজিল্যান্ডে যাওয়ার ছাড়পত্র পেলেন।


আজ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ইশান্ত ট্যুইট করেছেন, ‘২০ জানুয়ারি গোড়ালিতে চোট পাওয়ার পর আমাকে ওঠা-নামার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু আশিস কৌশিকের (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ফিজিও) সাহায্যে আমি লক্ষ্যে পৌঁছতে পেরেছি। স্ক্যান করার সময় একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আজ ফিট হয়ে ওঠায় আমি খুব খুশি। আশিস কৌশিককে ধন্যবাদ।’

দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পান ইশান্ত। তাঁর নিউজিল্যান্ড সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জাতীয় দলের দুই সতীর্থ শিখর ধবন ও হার্দিক পাণ্ড্যর সঙ্গে রিহ্যাব করে ফিট হয়ে উঠেছেন ইশান্ত। তিনি অবশ্য টেস্ট সিরিজের আগে তিনদিনের ম্যাচ খেলতে পারলেন না। তবে ২১ তারিখ থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের দলে থাকলে তিনি খেলতে পারবেন।