ভাস্কো: পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে দল। এবারের আইএসএলে একদমই আশানুরুপ পারফর্ম করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল দল। আগামীকাল মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে লাল হলুদ শিবির। তার আগে ভাগ্য সহায় হোক এমনই চাইছেন দলের কোচ মারিও রিভেরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কী বললেন রিভেরা। দেখে নিন।


মুম্বই সিটি এফসি সম্প্রতি খুব একটা ধারাবাহিক নয়। ওদের এই অবস্থায় প্রথম লেগের মতো এবারেও কি ওদের আটকানো সম্ভব?


আমরা যদি ড্রয়ের জন্য খেলি, তা হলে ওদের বিরুদ্ধে ড্র করা সম্ভব হবে না। তবে ভাগ্য একটু সঙ্গ দিলে আমরা ওদের বিরুদ্ধে ড্র করতে পারি। প্রথম লেগে যেমন করেছিলাম। তবে আমরা জেতার জন্য মাঠে নামব। সেক্ষেত্রে আমাদের একটু ঝুঁকি নিতেই হবে। ড্রয়ের জন্য খেলাটা অনেক বেশি কঠিন। আমার মনে হয় জেতার কথা ভেবে খেলাই ভাল। ক্লাবের ইতিহাসের প্রতি শ্রদ্ধা বজায় রেখে আমাদের জেতার চেষ্টা করতে হবে। আমাদের যদি ভাগ্য ভাল হয়, যেটা গত কয়েকটা ম্যাচে আমরা পাইনি, তা হলে এই ম্যাচে আমরা সফল হতে পারি।


মুম্বই সিটি এফসি সেরা চারে নিজেদের জায়গা এখনও পাকা করতে পারেনি। তাই এই ম্যাচে ওরা চাপে থাকবে। এতে কি আপনার দলের পক্ষে চাপমুক্ত হয়ে অল-আউট খেলতে সুবিধা হবে?


এই মরসুমে? আর সেটা সম্ভব নয়। এটা ঠিকই যে ওদের (মুম্বই) সেরা চারে থাকতে গেলে জয় খুব দরকার। তাই ওরা চাপে থাকবে। তবে মুম্বইয়ের দলে অনেক বড় বড় খেলোয়াড় আছে আর ওরা খুব ভাল করে জানে, কী করে চাপের মুখে ভাল খেলতে হয়। ওরা বড় বড় দলের হয়ে, জাতীয় দলের হয়ে খেলেছে। আমাদের পক্ষে মোটেই সোজা হবে না ম্যাচটা। কারণ, ওরা সেরা চারে ওঠার জন্য লড়বে।


শেষের ম্যাচগুলোতে ভুল শোধরানোর জন্য কী কী পরিকল্পনা আছে আপনার?


প্রতিবারের মতো ম্যাচের পরে আমরা বিশ্লেষণ করতে বসি। ভুলগুলো শোধরানোর চেষ্টা করি এবং ভালগুলোকে রেখে দেওয়ার চেষ্টা করি।


                                                                                                                                                                                                     - তথ্য আইএসএল মিডিয়া