ভুবনেশ্বর: আইএসএলে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) জয়রথ ছুটছে। টানা পাঁচ ম্যাচ জিতল সবুজ-মেরুন শিবির।
শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ছিল লিগ টেবিলের লাস্ট বয় হায়দরাবাদ এফসি। মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে যারা ৭ ম্যাচের একটাও জেতেনি। পয়েন্ট ছিল মাত্র ৩। কিন্তু শনিবার আইএসএলের লাস্ট বয়ের বিরুদ্ধে বেশ কষ্টার্জিত জয় এল বাগানে। হায়দরাবাদের বিরুদ্ধে গোল করার জন্য সবুজ-মেরুন শিবিরকে অপেক্ষা করতে হল ৮৫ মিনিট পর্যন্ত।
৮৫ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করলেন ব্রেন্ডন হ্যামিল। সাহাল আব্দুল সামাদের অনবদ্য পাস থেকে দুর্দান্ত ফিনিশ করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন হ্যামিল। অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান বাড়ান আশিস রাই। মোহনবাগান শেষ পর্যন্ত ম্যাচ জেতে ২-০ গোলে।
শেষ মুহূর্তে জোড়া গোলে জিতলেও দলের পারফরম্যান্স বেশ চিন্তায় রাখবে মোহনবাগানকে। শুরু থেকে সবুজ-মেরুন শিবির যে চেষ্টা করল না, তেমনটা নয়। সুযোগ আসেনি, তেমনটাও নয়। কিন্তু কাঙ্ক্ষিত গোল কিছুতেই আসছিল না। আশিক কুরুনিয়ন, মনবীর সিংহ, দিমিত্রি পেত্রাতোসরা না থাকায় অনেকটা দুর্বল হয়েছে আক্রমণভাগ। সেটা এদিন ভালোই টের পাওয়া গেল। পাশাপাশি আগের ম্যাচে এএফসি কাপে ৫ গোল হজম করার ধাক্কাটাও ছিল। শেষ পর্যন্ত হ্যামিল এবং আশিসের গোলে স্বস্তি ফিরল সবুজ-মেরুন শিবিরে। গোল করে দলকে জেতালেন হ্যামিল ও আশিস।
এই জয়ের ফলে মোহনবাগান আইএসএলে নিজেদের ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখল। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়। এর আগে আইএসএল মরশুমের শুরুতে এই কীর্তি কোনও দলই গড়তে পারেনি। যা একটা রেকর্ড। পাঁচ জয়ের পর লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।