কলকাতা: স্পেনের হাভিয়ে সিভেরিওকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি স্ট্রাইকার আনল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ক্লাবের পক্ষ থেকে। সিভেরিওকে ছেড়ে দেওয়ার পর কোস্টা রিকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে (Felicio Brown Forbes) নিয়ে আসছে লাল-হলুদ বাহিনি।
ফেলিসিও ব্রাউন কোস্টা রিকার জাতীয় দলের হয়েও খেলেছেন। জার্মানিজাত এই ফুটবলার সে দেশের যুব দলের হয়েও খেলেছেন। তবে সিনিয়র স্তরে তিনি কোস্টা রিকার হয়ে খেলেন। ইস্টবেঙ্গলে আসার আগে চিনের সুপার লিগে খেলা দল কিংদাও হাইনিউ এফসি-র হয়ে খেলতেন তিনি। জার্মানি, রাশিয়া, পোল্যান্ডের ক্লাব ফুটবলেও খেলেছেন।
বার্লিনজাত এই ফুটবলার যুব ফুটবলে তাঁর কেরিয়ার শুরু করেন হার্থা বার্লিনে এবং ২০১১-য় সিনিয়র ক্লাব কেরিয়ার শুরু করেন সে দেশেরই কার্ল জিস জেনায়। এর পরে রাশিয়া ও পোল্যান্ডের একাধিক ক্লাবে খেলেন তিনি। গত দুই মরশুমে চিনের ক্লাব লিগে ১৯ গোল করেছেন ফেলিসিও ব্রাউন।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বলেছেন, “ভারতে এসে ইস্টবেঙ্গলের মতো বিখ্যাত ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। সুপার কাপ জেতার জন্য আমার নতুন ক্লাবকে অভিনন্দন। ক্লাবের বিশালসংখ্যক সমর্থককে খুশি করার এবং আইএসএলের দ্বিতীয় পর্যায়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব”।
দলের নতুন স্ট্রাইকারকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তিনি বলেন, “ইউরোপের বিভিন্ন লিগ ও এশিয়ান ক্লাব ফুটবলেও খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছে ও। যথেষ্ট ভাল স্ট্রাইকার ফেলিসিও। কয়েক সপ্তাহ আগেই চিনে ও ক্লাব মরশুম শেষ করে এসেছে। তাই আশা করি, আমাদের সাহায্য করার জন্য ও তৈরিই আছে।”
সন্ধ্যায় ব্রাউনের আগমনের ঘোষণার আগে দুপুরে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিভেরিওকে বিদায় ও শুভেচ্ছা জানায় ইস্টবেঙ্গল। গত কয়েক মাস ধরেই ফর্মে ছিলেন না সিভেরিও। মরশুমের শুরুতে ডুরান্ড কাপে একটি গোল করার পর থেকে তিনি ছন্দহীন হয়ে পড়েন। চলতি আইএসএলে তাঁর পা থেকে কোনও গোল আসেনি। একটিও অ্যাসিস্টও করতে পারেননি তিনি।
তবে কলিঙ্গ সুপার কাপে ছন্দে ফেরা শুরু করেছিলেন সিভেরিও, যাঁকে এ মরশুমের আগে হায়দরাবাদ এফসি থেকে নিয়ে আসা হয়। গত মরশুম পর্যন্ত হায়দরাবাদ এফসি-তে খেলেন সিভেরিও। সেই মরশুমে তিনি হায়দরাবাদের হয়ে ন’টি গোল করেন। তার আগেরবার আইএসএলে হায়দরাবাদের চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন তিনি।
এই মরশুমের আগে ইস্টবেঙ্গল তাঁকে নিয়ে আসে। কিন্তু কলকাতার দলে আসার পর থেকে খুব একটা ভাল ফর্মে ছিলেন না তিনি। অবশেষে এ দিন লাল-হলুদ বাহিনী জানিয়ে দেয়, জামশেদপুর এফসি-র প্রস্তাবে রাজি হয়ে তারা সিভেরিওকে লোনে ছেড়ে দিতে রাজি হয়েছে। (তথ্যসূত্র: ISL Media)
আরও পড়ুন: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে