ভুবনেশ্বর: জাতীয় স্তরে দীর্ঘদিনের ট্রফি খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের (East Bengal FC) সামনে। কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসি। বৃহস্পতিবার ভুবনেশ্বরে তাদের ঘরের মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ১-০ গোলে মুম্বই সিটি এফসি-কে হারায় ওড়িশা। আগামী রবিবার ফাইনালে তারা মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে।


আর মহারণের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। শুক্রবার জোর কদমে প্র্যাক্টিস করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে।

বৃহস্পতিবার বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন ওড়িশার ব্রাজিলীয় তারকা ফরওয়ার্ড দিয়েগো মরিসিও। আক্রমণের সময় গোলমুখী মরিসিওকে বক্সের মধ্যে অবৈধ ভাবে বাধা দেন মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপা। যার জেরে ওড়িশাকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। সেই পেনাল্টি থেকেই জয়সূচক গোলটি করেন ব্রাজিলীয় তারকা।

এদিন দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এমনকী ফুটবলের লড়াই ছেড়ে দুই পক্ষের ফুটবলাররা নিজেদের মধ্যে শারীরিক সংঘর্ষেও জড়িয়ে পড়েন। ফলে ম্যাচের একেবারে শেষে মুম্বইয়ের দলের তিনজনকে একসঙ্গে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন রেফারি। দিমাস দেলগাদোকে আগ্রাসী আক্রমণের জন্য রস্টিন গ্রিফিথকে প্রথমে লাল কার্ড দেখানো হয়। উগ্রভাবে এর প্রতিবাদ করতে গিয়ে পেরেইরা দিয়াজও লাল কার্ড দেখেন। এর পরে গুরকিরাত সিংহ ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়। এই ঘটনা ঘটে ম্যাচের শেষ দিকে ন’মিনিটের স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে। ফলে মুহূর্তে এগারো থেকে আটজনে নেমে আসে মুম্বই। দুই দলই এ দিন অনেক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু রক্ষণের খেলোয়াড়দের তৎপরতায় কোনও দলই ওপেন প্লে থেকে কোনও গোল করতে পারেনি।


গত মরশুমেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ওড়িশা এফসি। ২০২৩-এর এপ্রিলে কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে এই দিয়েগো মরিসিওই জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়নশিপের পথে নিয়ে যান। প্রথমার্ধে ১৫ মিনিটের মধ্যেই এই দুই গোল করেন তিনি। লড়াইয়ে ফেরার জন্য প্রয়োজনীয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বেঙ্গালুরু এফসি। এবার ঘরের মাঠে সেই খেতাব নিজেদের শিবিরেই ধরে রাখার সুযোগ এসে গেল ওড়িশার কাছে।


বুধবার প্রথম সেমিফাইনালে জামশেদপুর এফসি-কে ২-০-য় হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল এফসি। রবিবার ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিবেশী রাজ্যের দল। খেতাবী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।


আরও পড়ুন: দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে