(Source: ECI | ABP NEWS)
Kane Williamson: টি-২০ বিশ্বকাপের আগে আচমকা অবসর কেন উইলিয়ামসনের, কেন এই সিদ্ধান্ত?
Kane Williamson Retirement: ২০১১ সালে নিউজ়িল্যান্ডের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। অধিনায়কত্ব করেছেন ৯৩টি ম্যাচে।

ক্রাইস্টচার্চ: সামনের বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-২০ বিশ্বকাপ। মাঝে আর মাত্র কয়েক মাস সময়। আর তার আগে আচমকাই আন্তর্জাতিক মঞ্চে টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) আন্তর্জাতিক টি-২০ আর খেলবেন না। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের ঠিক আগে উইলিয়ামসনের এই সিদ্ধান্ত শুনে অনেকে অবাক হয়েছেন।
টি-২০ ক্রিকেটে নিউজ়িল্যান্ডের জার্সিতে ২৫৭৫ রান করেছেন উইলিয়ামসন। ২০১১ সালে নিউজ়িল্যান্ডের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। অধিনায়কত্ব করেছেন ৯৩টি ম্যাচে। তাঁর নেতৃত্বে ২০১৬ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজ়িল্যান্ড।
টি-২০ ক্রিকেটে নিউজ়িল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী উইলিয়ামসন। ৯৩টি ম্যাচে ৩৩.৪৪ গড়ে করেছেন ২৫৭৫ রান। সর্বোচ্চ ৯৫। ১৮টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১২৩.০৮। আগামী ফেব্রুয়ারিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগেই অবসরের সিদ্ধান্ত নিলেন উইলিয়ামসন।
নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের মাধ্যমে একটি বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, 'ক্রিকেট এমন একটা খেলা, যেটা খেলতে আমি ভালবাসি। দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি দীর্ঘ দিন। এই স্মৃতি এবং অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। আমার এবং দলের জন্য এটাই সঠিক সময় বলে মনে হয়েছে। আগামী টি-২০ বিশ্বকাপের আগে পরিকল্পনা করতে দলেরও সুবিধা হবে। টি-২০ ক্রিকেটের প্রচুর প্রতিভা এখন নিউজ়িল্যান্ডে রয়েছে। ওদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া দরকার। যাতে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে। ওদের জন্য এটা গুরুত্বপূর্ণ।'
গত বছর টি-২০ বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের ক্রিকেটে নিউজ়িল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দেন। তারপর থেকে তিনি আর টি-২০ ফর্ম্যাটে নামেননি। উইলিয়ামসন এখন বাছাই করে ম্যাচ খেলেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি নিউজ়িল্যান্ড দলে ছিলেন না চোটের কারণে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলে ফিরেছিলেন।
গত বছর টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মারা। পরে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান রোহিত ও কোহলি। উইলিয়ামসন অবশ্য ক্রিকেট ছাড়ছেন না। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর গ্রহণ করলেও তিনি দেশের জার্সিতে ওয়ান ডে ও টেস্ট খেলবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা যাবে তাঁকে।























