আবু ধাবি: আজ আইপিএল-এ দুই প্রাক্তন চ্যাম্পিয়নের লড়াই। নিজেদের দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা ও হায়দরাবাদ এখনও পর্যন্ত দু’বার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তবে এবারের আইপিএল-এ শুরুটা দু’দলেরই ভাল হয়নি। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছে কেকেআর। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছে এসআরএইচ। ফলে আজ দু’দলই ঘুরে দাঁড়াতে মরিয়া।


মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি কেকেআর-এর দুই তারকা শুবমান গিল ও সুনীল নারাইন। অধিনায়ক দীনেশ কার্তিক করেন ৩০ রান। কিন্তু বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন কেকেআর-এর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। ফলে আজ সেদিকে নজর দিতে হবে কার্তিককে। এছাড়া দলের ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দেখে মনে হয়েছে, তিনি পুরোপুরি ফিট নন। ভাল পারফরম্যান্সও দেখাতে পারেননি রাসেল। ফলে তাঁকে নিয়েও চিন্তা রয়েছে কেকেআর ম্যানেজমেন্টের। আরও একটি চিন্তার বিষয় রয়েছে। সাড়ে ১৫ কোটি টাকার খেলোয়াড় প্যাট কামিন্স শেষদিকে ব্যাট করতে নেমে ১২ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেললেও, বল হাতে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ৩ ওভার বোলিং করে ৪৯ রান দেন। কার্তিক অবশ্য সতীর্থের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর আশা, কামিন্সের পারফরম্যান্সের উন্নতি হবে।

অন্যদিকে, এসআরএইচ-এর ভরসা অধিনায়ক ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, চোট পাওয়া মিচেল মার্শের বদলে দলে আসা জেসন হোল্ডার। বোলিং বিভাগে ভরসা ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদ শিবিরে আছেন বাংলার দুই উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও শ্রীবৎস গোস্বামী। তাঁদের মধ্যে আজ কেউ খেলার সুযোগ পাবেন কি না, সেটা দেখার অপেক্ষায় বাংলার ক্রিকেটপ্রেমীরা।