দুবাই: আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই থাকলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ অবশ্য তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান। অন্যদিকে, বোলারদের মধ্যে দু নম্বরে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ। রবিচন্দ্রন অশ্বিন ১০ নম্বরেই আছেন। দলগত র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে ভারত।
সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চের চেয়ে ৩৯ পয়েন্টে এগিয়ে বিরাট। ওয়েস্ট ইন্ডিজের এভিন লিউইস একধাপ উঠে চার নম্বরে। বিশ্ব একাদশের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানের বাবর আজম ২১ ধাপ উঠে ৬ নম্বরে। এটাই তাঁদের কেরিয়ারের সেরা র্যাঙ্কিং।
টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষেই বিরাট, দু নম্বরে উঠলেন বুমরাহ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2017 05:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -