গুয়ানা: গতকাল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের চলতি সিরিজের প্রথম একদিনের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ১৩ ওভারে ১ উইকেটে ৫৪, তখন আম্পায়ার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ক্যারিবিয়ান ওপেনার ইভিন লুইস ৪০ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাই হোপ ৬ রানে ব্যাট করছিলেন।
এর আগে টস হতেও দেরি হয়। টসের পর ব্যাট করতে নামেন ক্রিস গেইল ও লুইস। কিন্তু মাঠ খেলার উপযুক্ত হয়ে ওঠার জন্য আম্পায়ারদের কিছুটা সময়ের দরকার ছিল তখন। সেজন্য খেলা তখনই শুরু করা যায়নি। এরইমধ্যে কোহলি সহ ভারতের অন্যান্য খেলোয়াড়দের মাঠে ডিজের গানে কিছুটা পা মেলাতে দেখা যায়।
কোহলি প্রথমে বাউন্ডারিতে একাই কিছুটা নেচে নেন। তাঁর সঙ্গে যোগ দেন আইপিএলে তাঁর আরসিবি দলের প্রাক্তন সহ খেলোয়াড় গেইলও। বলিউডি গানের তালে কোহলির কাছ থেকে ডান্স মুভের মাঠ নেন স্বঘোষিত ইউনিভার্স বস। এরপর কেদার যাদবও তাঁদের সঙ্গে যোগ দেন। সবমিলিয়ে মাঠে একটা মজাদার মুহূর্ত তৈরি হয়।





মাঠ পর্যবেক্ষণের পর খেলা শুরু হয়। তবে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৩৪। কিন্তু শেষপর্যন্ত বৃষ্টি ব্যাঘাত ঘটানোয় ম্যাচ ভেস্তে যায়।
রবিবার পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলা হবে।
ভারত ইতিমধ্যেই টি ২০ সিরিজ ৩-০ জিতেছে।