কলকাতা: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশও শহরের সাধারন মানুষকে কোভিড বিধি মেনে চলার বার্তা দিচ্ছেন প্রতি মুহূর্তে। কিন্তু এবার অভিনবভাবে সচেতনতা বার্তা দেওয়া হল। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘকায় কিউয়ি অলরাউন্ডার কাইল জেমিসন ও বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম একফ্রেমে। দুজনের উচ্চতার তারতম্য এতটাই যে সেই ছবি বেশ জনপ্রিয় হয়েছে। আইসিসিও তা পোস্ট করেছে। এবার কলকাতা পুলিশ সেই ছবি পোস্ট করেছে করোনা সতর্কতায়।


 






কয়েক বছর আগে, জয়পুর ট্র্যাফিক পুলিশ দ্বারা ট্যুইট করা একটি মেমে সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে ফখর জামানকে ক্যাচ আউট করে দিয়েছিলেন পাকিস্তানের ইনিংসের শুরুতেই। কিন্তু সেই বলটি নো বল ছিল। ভাগ্য সঙ্গ দেওয়ায় সেই ম্যাচে দুরন্ত শতরান করেন ফখর। দলকেও ট্রফি এনে দেন। জয়পুর ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে গোটা শহর জুড়ে হোর্ডিং লাগানো হয়েছিল যে, ''লাইন ক্রস করলে এইভাবেই খেসারত দিতে হয়।''


রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত (Covid Positive) ফের ২৪ হাজারের কাছে! গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Corona Affected) হয়েছেন ২৩,৪৬৭ জন। রাজ্যে করোনায় একদিনে রেকর্ড ২৬ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে রাজ্যে শীর্ষে কলকাতা।


কলকাতায় একদিনে ৬ হাজার ৭৬৮ জন সংক্রমিত। কলকাতায় একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ৭২৮ জন সংক্রমিত। পাশাপাশি সেখানে একদিনে করোনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। ২ জনের মৃত্যু হয়েছে সেখানে।