মস্কো:বিশ্বকাপ ফুটবল এখন অন্তিম পর্যায়ে। এরইমধ্যে এমন কিছু ঘটনা সামনে এসেছে যেগুলি ঘিরে যৌন নির্যাতনের বিতর্ক দেখা দিয়েছে। এরমধ্যে প্রথমটি হল লাইভ রিপোর্টিংয়ের সময় এক মহিলা রিপোর্টারকে চুম্বনের ঘটনা। কলম্বিয়ার ওই মহিলা রিপোর্টরা গঞ্জালেস থেরানের লাইভ রিপোর্টিংয়ের সময় এক ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য আচরণ করে পালিয়ে যান। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সকলেই এই ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন।
এরইমধ্যে সম্প্রতি আরও একটি ঘটনা সামনে এল। এবার এক পুরুষ রিপোর্টারকে লাইভ রিপোর্টিংয়ের সময় চুম্বন করলেন দুই রুশ তরুণী। ভিডিও ভাইরাল হওয়ার পর তা ফের যৌন নির্যাতন সংক্রান্ত বিতর্ক উস্কে দিয়েছে।
গত ২৮ জুন দক্ষিণ কোরিয়ার একটি টিভি চ্যানেলের সাংবাদিককে লাইভ রিপোর্টিংয়ের সময় একের পর এক এসে চুম্বন করেন দুই রুশ তরুণী। প্রথমটা নিজেকে সামলে নিলেও দ্বিতীয়বার তিনি হেসে ফেলেন।



ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যাপারে নেটিজেনরা তাঁদের মতামত জানিয়েছেন।