Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নাইট রাইডার্সেই খেলতে আগ্রহী কুলদীপ, আরটিএম ব্যবহার করেই নয়া অধিনায়ককে ধরে রাখবে শাহরুখের দলের
গম্ভীরের জায়গায় নাইট অধিনায়ক হতে পারেন মণীষ।গম্ভীর সম্ভবত দিল্লি ডেয়ারডেভিলস দলে যাচ্ছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেকেআর এবার তাদের গত সাত বছরের অধিনায়ক গৌতম গম্ভীরকে রিটেন করেনি।
২০১৪ সালে প্রথম নাইট রাইডার্স দলে নিয়েছিল মণীষকে। সেই বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন মণীষ। জানা গেছে, শাহরুখ খানের দলে এবারের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মণীষই।
জানা গেছে, নাইট রাইডার্স আরটিএম কার্ড ব্যবহার করেই মিডল অর্ডার ব্যাটসম্যান মণীষ পান্ডেকে ধরে রাখতে চাইছে।
ইডেনে দাঁড়িয়ে কুলদীপ বলেছেন, এখানে খেলতে আমি কোনওরকম চাপ অনুভব করি না। কারণ, এখানে পাঁচ বছর ধরে খেলছি। এটা আমার পক্ষে শুভ মাঠ।
কুলদীপের চলতি ফর্মও আকর্ষণীয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে বাংলার বিরুদ্ধে ম্যাচে তিনি চারটি উইকেট পেয়েছিলেন।
কুলদীপের বেস প্রাইস দেড় কোটি টাকা। ২০১২ ও ২০১৪-এর আইপিএল চ্যাম্পিয়ন দলের হয়ে তাঁর পারফরম্যান্স দারুণ। গত আইপিএলে ১২ ম্যাচে ১২ উইকেট পেয়েছিলেন তিনি।
এবার নাইট রাইডার্স সুনীল নারাইন ও অ্যান্দ্রে রাসেলকে রিটেন করেছে। রিটেনসন ও আরটিএমের মাধ্যমে পাঁচ খেলোয়াড়কে ধরে রাখতে পারে কোনও ফ্র্যাঞ্চাইচি। এই অর্থে তাদের কাছে আরও তিন খেলোয়াড়কে ধরে রাখার সুযোগ রয়েছে।
কুলদীপ বলেছেন, পাঁচ বছর নাইট রাইডার্সের হয়েখেলছি। এটা আমার পরিবার এবং ঘরের মাঠের মতো। আমি জানি কোন অ্যাঙ্গেলে বল করতে হবে। আমি ইডেনের উইকেটের সঙ্গে পরিচিত হয়ে উঠেছি।
কুলদীপকে দলে রাখতে নাইট রাইডার্স তিনটির মধ্যে একটি এটিএম কার্ড ব্যবহার করতে পারে বলে জানা গেছে
গত পাঁচ মরশুমের মতো এবারেও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা রয়েছে। নাইট রাইডার্সের হয়েই আইপিএলে খেলতে আগ্রহী কুলদীপও। তিনি নিজেই জানিয়েছেন, তাঁকে দলে রাখতে আইপিএলের নিলামে নাইট রাইডার্সের রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহারের সম্ভাবনা বেশ উজ্জ্বল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -