বের্নাবৌ: দরকার ছিল ড্র। কিন্তু প্রতিপক্ষকে কোনও সুযোগই দিল না রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ৪-০ গোলে এস্প্যানিওলকে হারিয়ে দিল রিয়াল। সেই সঙ্গে ৩৫ বারের জন্য লা লিগা খেতাব জিতল তারা।
শনিবার ম্যাচের শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করে কার্লো আনচেলোত্তির ছেলেরা। ৩৩ মিনিটে প্রথম গোল করেন রদ্রিগো। বিরতির দু’মিনিট আগে ফের গোল করেন তিনি। ম্যাচের মাঝপথেই কার্যত নিশ্চিত হয়ে যায় যে, রিয়ালের ঘরে ৩৫তম লা লিগা ঢুকতে চলেছে।
বিরতির পর রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন মার্কো আসেনসিয়ো । সামনেই ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ । প্রথম পর্বে অল্পের জন্য হারতে হয়েছে রিয়ালকে। গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবে এর পরেই কয়েক জন ফুটবলারকে তুলে নেন আনচেলোত্তি । তার পরেও রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন করিম বেঞ্জেমা ।
এস্প্যানিয়লকে ৪-০ গোলে উড়িয়ে চার ম্যাচ আগেই লা লিগার চ্যাম্পিয়ন হয়ে গেল রিয়াল মাদ্রিদ । ৩৫তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হল তারা । চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ৯ পয়েন্টের । ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট হল রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার ৩৪ ম্যাচে ৬৪ পয়েন্ট । ব্যবধান ১৭ পয়েন্টের । বাকি চারটি ম্যাচে কোনও ভাবেই রিয়ালকে আর টপকাতে পারবে না সেভিয়া ।
ড্র করলেই লা লিগা চ্যাম্পিয়ন। এমন এক দলের বিপক্ষে ম্যাচে যারা ১৫টি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে ট্রফি উঁচিয়ে ধরার এর চেয়ে বড় সুযোগ আর হয় না। তবু শঙ্কা ছিল। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর অভ্যাস বারবার সমস্যায় ফেলেছে রিয়ালকে। যদিও সমর্থকদের মুখে হাসি ফোটালেন বেঞ্জেমারা।
আরও পড়ুন: ফের বিধ্বংসী তেওয়াটিয়া, আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে লিগ শীর্ষে গুজরাত