নয়াদিল্লি: মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ, সাতটি ব্যালন ডি'অর জয় থেকে একগুচ্ছ অনন্য নজির, কী নেই মেসির দখলে। এবার সতীর্থের আমন্ত্রণে সেই মেসিই নিজের প্রাক্তন দলের জার্সি গায়ে চাপিয়ে ফের একবার মাঠে নামতে চলেছেন।


প্রাক্তন ক্লাবের হয়ে ম্যাচ


সকলেই জানেন বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে মেসির উত্থান। তবে লা মাসিয়াতে যোগ দেওয়ার আগে আর্জেন্তিনার নিউওয়েলস ওল্ড বয়েজের (Newell's Old Boys) অ্যাকাডেমিতে ছিলেন মেসি। এমনকী নব্বইয়ের দশকে একসময় মারাদোনা যখন ওল্ড বয়েজের সিনিয়র দলের হয়ে খেলছিলেন, সেই সময়ই ক্লাবের অ্যাকাডেমিতে মেসিও ছিলেন। এবার সেই ক্লাবের হয়েই সম্ভবত এক আমন্ত্রণমূলক ম্যাচে খেলতে নামবেন মেসি। তাঁর সঙ্গী হিসাবে সার্জিও আগুয়েরোও (Sergio Aguero) উপস্থিত থাকবেন এই ম্যাচে। 


আসলে প্রাক্তন লিভারপুল তারকা তথা মেসিদের আর্জেন্তাইন সতীর্থ ম্যাক্সি রড্রিগেজের (Maxi Rodriguez) আমন্ত্রণে মেসিরা এই ম্যাচ খেলতে নামছেন। রড্রিগেজ ২০২১ সালে অবসর ঘোষণা করলেও, করোনাকালে ফাঁকা মাঠেই তাঁকে বিদায় জানাতে হয়েছিল। তবে এখন করোনার বাড়বাড়ন্ত নেই। তাই দর্শকদের উপস্থিতিতে এক ম্যাচ খেলই অবসর নেবেন ম্যাক্সি। জুনে সেই ম্যাচ আয়োজিত হবে এবং সেই ম্যাচ খেলার জন্যই মেসি ও আগুয়েরোকে আমন্ত্রণ জানানো হয়েছে।


স্মরণীয় দিনের আশা


গোটা বিষয়টা নিয়ে ম্যাক্সি রড্রিগেজ কিন্তু বেশ উত্তেজিত। তিনি বলেন, 'আশা করছি দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেসিকে তো আমন্ত্রণ জানানো হয়েইছে। এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আমরা এই ম্য়াচে ওর উপস্থিতি চাইছি। তবে ম্যাচের আগে ও নিজেই শেষ সিদ্ধান্ত নেবে। সবার মতোই ও এই ম্যাচে উপস্থিত থাকার সম্পূর্ণ চেষ্টা করবে বলেই আমার ধারণা।'


মেসির বর্তমান ক্লাব প্যারিস সঁ জরমঁ বর্তমানে ফরাসি লিগ ওয়ানের শীর্ষে রয়েছে। ৩৩ ম্যাচ খেলে তাঁদের দখলে আপাতত ৭৫ পয়েন্ট রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মার্সে আপাতত পিএসজির থেকে পয়েন্টের বিচারে পাঁচ পিছিয়ে। অবশ্য নিজেদের গত ম্যাচে সকলকে খানিকটা অবাক করে দিয়েই নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৩-১  পরাজিত হয় পিএসজি। কিলিয়ান এমবাপে প্যারিসের ক্লাবের হয়ে ম্যাচ গোল করেন বটে, মেসিও ম্য়াচটি খেলেন, তবে তাঁদের দলকে হারতেই হয়।


আরও পড়ুন: চাকরিতে উন্নতির সম্ভাবনা কাদের ? কেমন যাবে আজকের দিন ?