কলকাতা: বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ধাঁচে ৬ দলীয় মহিলা ক্রিকেটের টুর্নামেন্টের ভাবনা সিএবির (CAB)। আগামী জানুয়ারি মাসে এই টুর্নামেন্ট হওয়ার কথা। বুধবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের (Apex Council ) বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই বৈঠকে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রথম ও দ্বিতীয় ডিভিশনের লিগ শুরু হবে ১০ জানুয়ারি থেকে। জেলা ওয়ানডে টুর্নামেন্টের কিছু নতুন নিয়ম-কানুনও হয়েছে। কলকাতায় কয়েকটি ম্যাচ খেলা হচ্ছে। জেলা ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন প্রতিভা তুলে আনতে বদ্ধপরিকর সিএবি।  বৈঠকে ডুমুরজোলার জমি নিয়ে হিডকোর সঙ্গে চুক্তিপত্র নিয়েও সবুজ সংকেত দেওয়া হয়েছে। সেখানে আধুনিক এবং অত্যাধুনিক ক্রিকেট সুবিধা তৈরি করতে চাইছে সিএবি। 


রঞ্জি ট্রফির জন্য সম্ভাব্য ২৭ জনের দলে সুযোগ পাননি অর্ণব নন্দী। এরপরই বাংলার প্রধান নির্বাচক শুভময় দাস ও বোলিং কোচ সৌরাশিস লাহিড়ীর নাম উল্লেখ করে অকথ্য গালিগালাজ লেখেন। সেই নিয়েও এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অম্বুজম্যানের কাছে পাঠানো হয়েছে পুরো রিপোর্ট।  সিএবি পরিচালিত একটি কিউরেটর্স কোর্স শুরু হতে চলেছে ৩০ ডিসেম্বর থেকে।  গয়েশপুর ক্রিকেট মাঠ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কল্যাণীর নিকটবর্তী এই মাঠে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগের পাশাপাশি জেলা ও মহিলাদের ম্যাচের জন্য ব্যবহার করা হবে।


এছাড়াও ইডেনের গ্যালারির নিচে জেলাস্তরের ক্রিকেটারদের অনুশীলনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধে থাকবে। প্রায় ৫০-১০০ জন প্লেয়ারের জন্য সেই বন্দোবস্ত করা হবে। সম্প্রতি বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে গত ক্রিকেট বর্ষে যে ম্যাচগুলো বাতিল হয়েছে, তার ম্যাচ ফির ৫০ শতাংশ পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। সেই মতোই দ্রুত সিএবির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। 


আরও পড়ুন: রঞ্জিতে উত্তরপ্রদেশ নেতৃত্বে কুলদীপ, মুম্বইয়ের পৃথ্বী, স্কোয়াডে অর্জুন তেন্ডুলকর