লন্ডন: ক্রিকেট সম্পর্কে খুব একটা ধারণা নেই তাঁর। জানেন না বিরাট কোহলির কভার ড্রাইভ বা এমএস ধোনির হেলিকপ্টার শট সম্পর্কে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের লড়াই নিয়েও তাঁর খুব একটা মাথাব্যাথা নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে একবার চোখের দেখা দেখতে ঠায় তিন ঘন্টা দাঁড়িয়েছিলেন তিনি। ওয়ালভারহ্যাম্পটন থেকে বার্মিহামে বান্ধবী সারার সঙ্গে এসেছিলেন সিমোনা। চকোলেট বক্স ও ফুল হাতে স্বপ্নের নায়ক হার্দিককে দেখার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
সিমোনার মতো তাঁর বান্ধবী সারাও ক্রিকেট খেলা কোনওদিন দেখেননি।
তাঁর হাতে ছিল ‘লাভ ইউ হার্দিক’ লেখা প্ল্যাকার্ড। চকোলেট বক্সে লেখা – ‘হয়ত তোমার থেকে মিষ্টি নয়’।
‘লাভ ইউ হার্দিক’ লেখা প্ল্যাকার্ড হাতে ঠায় তিন ঘন্টা অপেক্ষায় তরুণী
ABP Ananda, web desk
Updated at:
14 Jun 2017 12:29 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -