কলকাতা: মরশুমের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারল মুম্বই ইন্ডিয়ান্স।  নাইট রাইডার্সে যোগ দিলেন শাকিব আল হাসান। এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সেরা খবরগুলি।


লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ের হার


চেষ্টা করেছিলেন নমন। তবে সেই চেষ্টা লাভদায়ক হল না। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১৮ রানে হেরে লাস্টবয় হিসাবে আইপিএল (IPL 2024) শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২১৫ রান তাড়া করতে নেমে ছয় উইকেটে ১৯৬ রানে ইনিংস শেষ করল মুম্বই। নমন ধীর (Naman Dhir) ২৮ বলে ৬২ রানে অপরাজিত রইলেন। 


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে দেবদত্ত পাড়িক্কাল থুসারার বলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে মার্কাস স্টোইনিস এবং কেএল রাহুল ইনিংসের হাল ধরেন। দুইজনে বেশ ভালভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৪৮ রান যোগও করে ফেলেন তাঁরা। তবে নিজের প্রথম ওভারেই স্টোইনিসকে এলবিডব্লু আউট করেন পীযূষ চাওলা। ২৮ রানে ফেরেন অজ়ি তারকা। দীপক হুডাকে ১১ রানে ফেরান পীযূষই। ইনিংসের প্রায় মাঝপথে ৬৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে লখনউ।


এরপর রাহুলকে সঙ্গ দিতে মাঠে নামেন নিকোলাস পুরান। দুইজনে মিলে ১০৯ রানের পার্টনারশিপ গড়েন। পুরান ৭৫ ও রাহুল ৫৫ রানের ইনিংস খেলেন। এই দুইয়ের দৌলতেই ২১৪ রান বোর্ডে তোলে লখনউ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন উইকেট নেন লঙ্কান ফাস্ট বোলার নুয়ান থুসারা (Nuwan Thusara)। পীযূষ চাওলাও(Piyush Chawla) তিন উইকেট নেন।


রোহিতদের কোচ হচ্ছেন গম্ভীর!


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। বিশ্বকাপের পর ভারতীয় কোচের ভূমিকায় আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের (BCCI) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শোনা যাচ্ছে ভারতীয় কোচের ভূমিকায় গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চাইছে বিসিসিআই।


বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন গম্ভীর। একাধিক রিপোর্ট অনুযায়ী, কেকেআরের আইপিএল মরশুম শেষ হলেই গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করবে। বর্তমানে কেকেআর দলের সঙ্গেই রয়েছেন গম্ভীর। আইপিএলের ফাইনাল শেষ হবে ২৬ মে। ঠিক তার পরের দিনই ভারতীয় কোচের ভূমিকায় আবেদন করার শেষদিন। গম্ভীর আদৌ ভারতের কোচ হতে আগ্রহী কি না, সেই নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিসিসিআই তাঁকেই চাইছে বলে জল্পনা।


নাইট রাইডার্স শিবিরে শাকিব


রমরমিয়ে চলছে আইপিএলের আসর। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের শীর্ষ থেকে প্লে-অফে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। এরই মাঝে বড় খবর। নাইট শিবিরে যোগ দিচ্ছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।


বাংলাদেশের মহাতারকা শাকিব আল হাসান নাইট শিবিরের সঙ্গে পরিচিত মুখ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই দফায় আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন শাকিব। জিতেছেন খেতাবও। এবার ফের একবার নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। তবে কলকাতা নয়, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলসের (Los Angeles Knight Riders) হয়ে খেলবেন। আজই নাইট রাইডার্সের তরফে এক বিবৃতিতে এই খবর সকলের উদ্দেশে জানানো হয়।


৪ জুলাই থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মরশুমে নাইট রাইডার্সের দলে শাকিব আল হাসান তো যোগ দিলেনই, পাশাপাশি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কার্যত সমার্থক হয়ে যাওয়া আরও দুইটি নাম আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনও দলে রয়েছেন। 


বিরাটের মেয়ের পছন্দ ক্রিকেট


বাবা মতান্তরে বিশ্বের সেরা ক্রিকেটার। বিরাট কোহলির (Virat Kohli) সন্তান হয়ে কী আর ব্যাট, বল থেকে দূরে থাকা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানান তাঁর মেয়ে ভামিকা (Vamika Kohli) কিন্তু ইতিমধ্যেই হাতে ব্যাট তুলে নিয়েছেন।


বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার প্রথম সন্তান ভামিকা কোহলি। দেখতে দেখতে তাঁর বয়স তিন বছর পার করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দানিশ সাইতের পালন করা মিস্টার ন্যাগস চরিত্রের সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে আরসিবি তারকা জানান ইতিমধ্যেই তাঁর কন্যা ভামিকা ব্যাট নিয়ে নাড়া চাড়া শুরু করে দিয়েছে। কোহলি বলেন, 'আমার মেয়ে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়ে সেটা ঘোরানোও শুরু করে দিয়েছে। বেশ মজাই পাচ্ছে ও। তবে আমি এই বিষয় নিয়ে বাড়তি কিছু বলব না। দিনের শেষে সিদ্ধান্তটা ওর হবে।' 


এ বছরের ফেব্রুয়ারিতে তারকা দম্পতি নিজেদের দ্বিতীয় সন্তানকেও পৃথিবীতে স্বাগত জানান। কেমন আছেন বিরাট-অনুষ্কার পুত্র অকায় (Akaay Kohli)? সেই আপডেটও দেন কোহলি। 'বাচ্চা ভাল আছে, সুস্থ আছে। সব ঠিকঠাকই রয়েছে।' জানান কোহলি। 


শাকিবদের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ


আইপিএলের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। আগামী ১ জুন থেকে শুরু কুড়ির ফর্ম্য়াটের এই বিশ্বকাপ। আমেরিকা ও যুক্তরাষ্ট্রের মাঠে বসবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup 2024) খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী ৫ জুন প্রথম ম্য়াচ ভারতের। আর সেই ম্য়াচের আগেই বাংলাদেশের সঙ্গে ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কবে সেই ম্য়াচ?


শাকিব আল হাসানদের বিরুদ্ধে ম্য়াচের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল শুক্রবার। আসলে কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি মাত্র ওয়ার্ম আপ ম্য়াচ খেলতে নামবে রোহিত বাহিনী। আর সেই ম্য়াচেই প্রতিপক্ষ টাইগাররা। আইসিসির তরফে জানানো হয়েছে যে টুর্নামেন্টের মূল পর্বের আগে মোট ১৭টি ওয়ার্ম আপ ম্য়াচ খেলবে দলগুলো। ওয়ার্ম আপ ম্য়াচে খেলতে নামবে ভারত-বাংলাদেশ। প্রায় ৩৪ হাজার দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। হাইভোল্টেজ ম্য়াচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন রোহিতরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাবা মেকানিক, ফলতার একচালার ঘর থেকেই বাস্কেটবলে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন সুস্মিতা