আমদাবাদ: মেয়ে শুটিংয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বপ্ন আরও বড় হওয়ার। প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল টাকা। কিন্তু সেই সমস্যার সমাধান করে দিলেন অটোচালক বাবা। তিনি সামান্য রোজগার থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখছিলেন মেয়ের বিয়ের জন্য। জমেছিল পাঁচ লক্ষ টাকা। সেই টাকা দিয়েই জার্মানিতে তৈরি একটি রাইফেল কিনে দিলেন মেয়েকে। বাবার আশা, মেয়ে বড় শুটার হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে দেশকে গর্বিত করবে।


 

মণিলাল গোহিল নামে ওই ব্যক্তি বলেছেন, ‘আমার মেয়ে মিত্তল ২০১২ সালে শুটিং শুরু করে। আমাদের রাইফেল কেনার ক্ষমতা ছিল না। তাই ও রাইফেল ক্লাব বা অন্য শুটারদের কাছ থেকে রাইফেল ধার করে শুটিং করত। কিন্তু জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে গেলে ওর নিজের একটা ভাল রাইফেল দরকার। সেই কারণেই বিয়ের জন্য জমানো টাকা দিয়ে ৫০ মিটার রেঞ্জের জার্মান রাইফেল কিনে দিয়েছি। বাবা হিসেবে মেয়ের স্বপ্ন পূরণে সাহায্য করা আমার কর্তব্য।’

 

মিত্তল শুটিং শুরু করেছিলেন নেহাতই শখ করে। একদিন বাবার সঙ্গে রাইফেল ক্লাবের পাশ দিয়ে যাওয়ার সময় শুটারদের অনুশীলন করতে দেখে তাঁরও শুটিং করার ইচ্ছা হয়। বাবা বাধা দেননি। ২০১৩ সালে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে ব্রোঞ্জ জেতেন। সতীর্থদের রাইফেল ধার করেই আরও অনেক প্রতিযোগিতায় সফল হয়েছেন মিত্তল। তাঁর বাবা চাইছেন, তিনি আরও বড় হোন। সেই কারণেই নিজস্ব রাইফেল কিনে দিলেন।