লন্ডন: আগেই এফ এ কাপ ও প্রিমিয়ার লিগ জিতে নিয়েছিল তাঁরা। অপেক্ষা ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের। অবেশেষে পেপ গুয়ার্দিওয়ালার দল সেই অধরা মাধুরীও ঘরে তুলে নিল। ইন্টার মিলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল ম্যান সিটি। চলতি মরসুমের তৃতীয় মুকুট ইংল্য়ান্ডের এই ক্লাবের। প্রথমার্ধে কোনও দলই কোনও গোল করতে পারেনি। অবশেষে দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের মাথায় রদ্রির গোলে স্বপ্নপূরণ। গোলশোধ আর করতে পারেনি ইন্টার। ১৯৯৯ সালে শেষবার ইংল্য়ান্ডের কোনও ক্লাব হিসেবে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগ. প্রিমিয়ার লিগ ও এফ এ কাপ জিতেছিল। এরপর দ্বিতীয় ইংল্য়ান্ডের ক্লাব হিসেবে ম্যান সিটি ইউরোপ সেরা হল ও একই সঙ্গে তিনটি ট্রফিই এক মরসুমে ঘরে তুলল।


বার্সেলোনার জার্সিতে এর আগে ২ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছিলেন পেপ। এবার ম্যান সিটির দায়িত্ব নেওয়ার পর তাঁদেরও ইউরোপ সেরা করলেন। ২০১৬ সাল থেকে এই দলের কোচ। কিন্তু ৬বার প্রিমিয়ার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগই জেতা হচ্ছিল না। এদিন আক্রমণ ও প্রতিআক্রমণের লড়াইয়ে বারবার ইন্টারকে পেছনে ফেলে দিল ম্যান সিটি।


এদিন খেলার শুরুতেই আধঘণ্টার মধ্যে ডি ব্রুইনের চোট চিন্তা বাড়িয়েছিল সিটির।  ২৭ মিনিটের মাথায় অবশ্য হালান্ড একটা দারুণ সুযোগ পেয়েছিলেন কেভিন ডি' ব্রুইনের পাস থেকে। যদিও সেটি তিনি কাজে লাগাতে পারেননি। তাঁর শট গিয়ে ইন্টার মিলান গোলরক্ষক আন্দ্রে ওনানার গায়ে। খেলার ৩৬ মিনিটের মাথায় ডি ব্রুইন চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর তাঁর বদলি মাঠে নামেন ফিল ফডেন। 


এদিন খেলার প্রথমার্ধে কোনও দলই তেমন সুযোগ পাননি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় ম্যান সিটিই প্রথম গোল হজম করতে চলেছিল। ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ফাঁকা বল পেয়ে গিয়েছিলেন সিটির বক্সে। কিন্তু ব্রাজিলীয় গোলরক্ষক এডেরসন আটকে দেন মার্টিনেজের শট। 


এদিন ইন্টার মিলানের রোমেলু লুকাকুকেই অনেকে খলনায়ক বলছেন। এদিন গোল হজম করার পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইন্টার। দিমারকোর হেড পোস্টে লাগে। ফিরতি বলে আবার হেড করেছিলেন দিমারকো। কিন্তু এ বার সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁরই সতীর্থ রোমেলু লুকাকু। লুকাকুর পায়ে লেগে বল অন্যদিকে চলে যায়। এরপর লুকাকু একবার গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। তাঁর হেড আটকে দেন সিটির গোলরক্ষক।