মস্কো: রাশিয়ায় বিশ্বকাপে বিভিন্ন দলের খেলোয়াড়দের নিয়ে আলোচনা চলছে। আলোচনা থেকে বাদ পড়ছেন না এক প্রাক্তনও। তিনি আর্জেন্টিনার ১৯৮৬-র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার ম্যাচের সময় গ্যালারিতে তাঁর কার্যকলাপ সকলের নজর কেড়েছিল। ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এরইমধ্যে রটে যায় যে, মারাদোনার মৃত্যু হয়েছে। যদিও এই ফুটবল কিংবদন্তী সুস্থই রয়েছেন। এরপরও এ ধরনের গুজব রয়ে যাওয়ায় রীতিমতো খাপ্পা মারাদোনা। এই গুজব যে রটিয়েছে, তার হদিশ দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছেন 'ফুটবলের রাজপুত্র'। পুরস্কারের অঙ্কটা নেহাত ফেলনা নয়। ১০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬.৬৮ লক্ষ টাকা)।
মারাদোনা জানিয়েছেন, তিনি সুস্থই রয়েছেন, ঘাড়ের কাছে একটু সমস্যা হয়েছিল মাত্র। তাঁর আইনজীবী ম্যাটিয়াস মোরলা বলেছেন, ওই গুজবের অডিওটি যিনি ছড়িয়েছেন, তাঁর ব্যাপারে প্রকৃত ও সঠিক তথ্য দিতে পারলে ৩,০০০০০ পেসো উপহার দেওয়া হবে।
মোরলা জানিয়েছেন, ঘাড়ের অবস্থা খারাপ হওয়ায় ডাক্তার মারাদোনাকে বিশ্রাম নিতে বলেছিলেন। ডাক্তারের পরামর্শ মানলে নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের সেকেন্ড হাফে মাঠে থাকতে পারতেন না দিয়েগো। কিন্তু খেলার প্রতি চূড়ান্ত আকর্ষণের কারণে পুরো সময় গ্যালারিতে বসে ছিলেন তিনি।
প্রথমে মেসি ও শেষে মার্কোস রোকোর গোলের পর লাফালাফি করে হাত-পা ছুঁড়ে শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মারাদোনাকে। ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।এরপরই হোয়াটস্যাপে একটি গুজব ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মারাদোনা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কার জন্য ৬.৮৬ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করলেন ক্ষুব্ধ মারাদোনা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2018 03:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -