মুম্বই: দেখতে দেখতে ১২ বছর কেটে গিয়েছে। সেই শব্দটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কানে এখনও বাজে।


টাক্।


নুয়ান কুলশেখরার বল মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে ফেলে দিয়েছিলেন ঝাড়খণ্ডের এক তরুণ। একটা সময় ক্রিকেট স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য যাঁকে রেলের টিকিট কালেক্টরের কাজও করতে হয়েছে।


কুলশেখরার বলের ওপর মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) ব্যাটের চপেটাঘাতের আওয়াজে উৎসব শুরু হয়ে গিয়েছিল দেশজুড়়ে। সেদিন মাঠে উপস্থিত সকলেই বলেন যে, গোটা স্টেডিয়ামে, এমনকী মাঠের বাইরের মেরিন ড্রাইভ থেকেও নাকি শোনা গিয়েছিল সেই আওয়াজ।


টাক্।


দীর্ঘ ২৮ বছর পর শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান ডে ক্রিকেটে (ODI World Cup) বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যে স্টেডিয়ামের নাম স্বর্ণাক্ষরে খোদাই হয়ে গিয়েছে।


আর ধোনির সেই বিখ্যাত শটকে অমর করে রাখার উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট সংস্থা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির ম্যাচ জেতানো ছক্কা আছড়ে পড়েছিল যে দুটি আসনের ওপর, সেই দুটি সিট নিলামে তুলছে এমসিএ। আসন্ন বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ দেখার জন্য বিশেষ ওই দুটি সিট নিলাম করবে মুম্বই ক্রিকেট সংস্থা।


মনে করা হচ্ছে, এই দুই সিট নিয়ে বেশ কাড়াকাড়ি পড়ে যাবে। কারণ, ধোনির ওই ছক্কা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। চড়া দামে দুটি সিট বিকোবে বলেই মনে করা হচ্ছে।


চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল (IPL) খেলতে এসে ধোনি স্বয়ং পরে এই দুই সিট দেখে গিয়েছিলেন। মুম্বই ক্রিকেট সংস্থার কর্তারা ধোনিকে ওই দুটি সিট দেখিয়েছিলেন। মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমল কালে জানিয়েছেন, এই দুটি সিটের নামকরণ করা হবে মহেন্দ্র সিংহ ধোনির নামে।


ওয়াংখেড়ে মানেই ক্রিকেট আর ইতিহাসের সহাবস্থান। রবি শাস্ত্রীর ৬ বলে ছয় ছক্কার মাঠ। সচিন তেন্ডুলকরের ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচের মঞ্চ। ধোনি-যুবরাজ সিংহ-গৌতম গম্ভীরদের বিশ্বজয়ের মাঠ।


মুম্বই ক্রিকেট সংস্থার (MCA) ঐতিহাসিক স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপের (ODI World Cup) ৫টি ম্যাচ। যার মধ্যে রয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বে রয়েছে দুটি ব্লকবাস্টার। শুরুতেই ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। যে দুই দেশ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। সেই সঙ্গে নস্টালজিয়া উস্কে দেবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বৈরথ। ২০১১ সালের দুই ফাইনালিস্টের লড়াই। অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তানও গ্রুপ পর্বের ম্যাচ খেলবে এই মাঠে।


আরও পড়ুন: অধিনায়ক সুনীলই, সন্দেশ-গুরপ্রীতকে ছাড়ল না ক্লাব, এশিয়ান গেমসের দলে কারা সুযোগ পেলেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial