ঢাকা: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন তারকা মেহেদি হাসান মিরাজের সাহায্যে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তরুণ ক্রিকেটারের পারিবারিক দুর্দশার কথা সংবাদমাধ্যম মারফত জানতে পেরে তাঁকে বাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাসিনা।


বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফুল আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকে বাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। খুলনার ডেপুটি কমিশনারের কাছে এই নির্দেশ পৌঁছে দিয়েছেন প্রিন্সিপ্যাল সচিব আবুল কালাম আজাদ। জেলা প্রশাসন উপযুক্ত জমি খুঁজে বার করে সেখানে বাড়ি তৈরি করে দেবে।’

দরিদ্র পরিবারের সন্তান মেহেদি জুনিয়র পর্যায় থেকে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়ে সম্প্রতি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে নজর কেড়ে নিয়েছেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট নেন এই স্পিনার। এরপর দ্বিতীয় টেস্টের দু ইনিংসেই ৬টি করে উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মেহেদি। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে সিরিজ ড্র করে বাংলাদেশ।

মাঠের লড়াইয়ে জয় পেলেও, মাঠের বাইরে এখনও লড়াই চালিয়ে যেতে হচ্ছে মেহেদিকে। তাঁর পরিবারের লোকজন এখনও খুলনায় টিনের ছাদের দু কামরার ছোট্ট বাড়িতে বসবাস করেন। মেহেদির বাবা জালাল হোসেন ভাড়ার গাড়ি চালান। পরিবারের আয় যৎসামান্য। সংবাদমাধ্যম মেহেদির পরিবারের এই অবস্থার কথা তুলে ধরার পর তা হাসিনার নজরে আসে। এরপরেই তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন।