সেঞ্চুরিয়ন: আঙুলের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রতুরাজ গায়কোয়াড। গোড়ালির চোটের কারণে আসন্ন সিরিজে খেলবেন না মহম্মদ শামি (Mohammed Shami)। এবার দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে দেশে ফিরে সিদ্ধান্ত নিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।  মানসিক স্বাস্থ্য, আর সেই ইস্যুকে প্রাধান্য দিতেই  এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন  এই তরুণ উইকেটকিপার ব্যাটার। 


বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও  সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ।  নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, "ঈশান টিম ম্যানেজমেন্টকে এই বিষয় জানিয়েছে।  ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চায়। এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছু সময় বিরোতি চাইছে ও।  আমরা ওর  সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি।"


উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার সফরে ভারতীয় দল উড়ে গেলেও মহম্মদ শামি দলের সঙ্গে যাননি।  বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন  তারকা এই পেসার।  গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি।   এই মুহূর্তে বেঙ্গালুরুর এনসিএতে নিজেকে ফিট করার চেষ্টা করে চলেছেন।  


দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পান রুতুরাজ।  বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আঙ্গুলের চোট এখনো পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি রুতুরাজ।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে  ম্যাচের ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি।  ডিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন রুতুরাজ।  দু'মাসের টেস্ট সিরিজের আগে ঋতুরাজের ফিট হয়ে ওঠা কোনওভাবেই সম্ভব নয়।"


এদিকে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আচমকায় দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)।  কারণ সঠিকভাবে জানা না গেলেও বোর্ড সূত্রে খবর,  পারিবারিক কারণে আচমকায় দেশে ফিরতে হয়েছে  প্রাক্তন ভারত অধিনায়ককে।  বোর্ডের থেকে অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। যার জন্য  তিন দিনের ইন্টার স্কোয়াড যে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি।  তবে বোর্ডের সূত্রে  জানানো হয়েছে  প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা বিরাটের। সেঞ্চুরিয়নের খেলা হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট নতুন বছরের ৩ জানুয়ারি থেকে কেপটাউনে খেলা হবে। উল্লেখ্য, এর আগে টি টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারত।