এই ম্যাচের শুরু থেকেই আর্জেন্তিনার সঙ্গে সমানতালে লড়াই করছিলেন আইসল্যান্ডের ফুটবলাররা। ১৯ মিনিটে সার্জিও আগুয়েরো গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিলেও, চার মিনিট পরেই সেই গোল শোধ করে দেন ফিনবগাসন। এটাই বিশ্বকাপে আইসল্যান্ডের প্রথম গোল। গোলটির সময় আর্জেন্তিনার রক্ষণের দুর্বলতা প্রকট হয়ে যায়। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৪ মিনিটে পেনাল্টি নষ্ট করেন মেসি। ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করেন আইসল্যান্ডের গোলরক্ষক হলডরসন। গোল হচ্ছে না দেখে ৮৪ মিনিটে মেজার বদলে হিগুয়েনকে নামান আর্জেন্তিনার কোচ জর্জ সাম্পাওলি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অনেক সুযোগ পেয়েও আইসল্যান্ডের গোলরক্ষককে হার মানাতে পারেননি মেসি, আগুয়েরোরা। ফলে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল আর্জেন্তিনার ফুটবলারদের।
পেনাল্টি মিস মেসির, প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে চাপে আর্জেন্তিনা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jun 2018 08:30 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
মস্কো: গতকালই দুরন্ত হ্যাটট্রিক করেছেন প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে লিওনেল মেসির উপর চাপ বেড়ে গিয়েছিল। আর্জেন্তিনার মহাতারকার হয়তো এটাই শেষ বিশ্বকাপ। তিনি প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বলেন, ‘নাও অর নেভার’। কিন্তু আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হতাশ করলেন মেসি। তিনি পেনাল্টি মিস করলেন। ম্যাচের শেষমুহূর্তে ফ্রি-কিকও নষ্ট করলেন। আর্জেন্তিনাও জয় পেল না। ম্যাচ শেষ হল ১-১ গোলে। ফলে শুরুতেই চাপে পড়ে গেল আর্জেন্তিনা। উল্টোদিকে দুরন্ত লড়াই করে চমকে দিল আইসল্যান্ড।
এই ম্যাচের শুরু থেকেই আর্জেন্তিনার সঙ্গে সমানতালে লড়াই করছিলেন আইসল্যান্ডের ফুটবলাররা। ১৯ মিনিটে সার্জিও আগুয়েরো গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিলেও, চার মিনিট পরেই সেই গোল শোধ করে দেন ফিনবগাসন। এটাই বিশ্বকাপে আইসল্যান্ডের প্রথম গোল। গোলটির সময় আর্জেন্তিনার রক্ষণের দুর্বলতা প্রকট হয়ে যায়। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৪ মিনিটে পেনাল্টি নষ্ট করেন মেসি। ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করেন আইসল্যান্ডের গোলরক্ষক হলডরসন। গোল হচ্ছে না দেখে ৮৪ মিনিটে মেজার বদলে হিগুয়েনকে নামান আর্জেন্তিনার কোচ জর্জ সাম্পাওলি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অনেক সুযোগ পেয়েও আইসল্যান্ডের গোলরক্ষককে হার মানাতে পারেননি মেসি, আগুয়েরোরা। ফলে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল আর্জেন্তিনার ফুটবলারদের।
এই ম্যাচের শুরু থেকেই আর্জেন্তিনার সঙ্গে সমানতালে লড়াই করছিলেন আইসল্যান্ডের ফুটবলাররা। ১৯ মিনিটে সার্জিও আগুয়েরো গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিলেও, চার মিনিট পরেই সেই গোল শোধ করে দেন ফিনবগাসন। এটাই বিশ্বকাপে আইসল্যান্ডের প্রথম গোল। গোলটির সময় আর্জেন্তিনার রক্ষণের দুর্বলতা প্রকট হয়ে যায়। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৪ মিনিটে পেনাল্টি নষ্ট করেন মেসি। ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করেন আইসল্যান্ডের গোলরক্ষক হলডরসন। গোল হচ্ছে না দেখে ৮৪ মিনিটে মেজার বদলে হিগুয়েনকে নামান আর্জেন্তিনার কোচ জর্জ সাম্পাওলি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অনেক সুযোগ পেয়েও আইসল্যান্ডের গোলরক্ষককে হার মানাতে পারেননি মেসি, আগুয়েরোরা। ফলে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল আর্জেন্তিনার ফুটবলারদের।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -