হায়দরাবাদ: আজ আইপিএলে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরস্পর মুখোমুখি হতে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। ২ দলই তাদের শেষ ২টো ম্য়াচ জিতে এসেছে। এইডেন মারক্রামের নেতৃত্বে হায়দরাবাদ শিবির পাঞ্জাব কিংস ও কেকেআরের বিরুদ্ধে তাঁদের শেষ ২ ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে মুম্বই তাঁদের শেষ ২ ম্যাচে দিল্লি ও কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে। অথচ দুটো দলই টুর্নামেন্টের শুরুটা একদমই ভাল করতে পারেনি। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্য়ে নামবে ২ দলই। 


 


আজকের খেলা


আজ সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই


কবে খেলা


আজ ১৮ এপ্রিল, মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স পরস্পর মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে রাজীগ গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দরাবাদে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায়


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে সানরাইজার্স বনাম মুম্বই এই ম্যাচটি।


এখনও পর্যন্ত ২ দল মোট ১৯ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১০ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্য়ে একটি ম্যাচ সুপার ওভারে খেলা হয়েছিল। অন্যদিকে বাকি ৯টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। গত বছর ওয়াংখেড়েতে শেষবারের সাক্ষাতে ৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল হায়দরাবাদ শিবির। শেষ পাঁচবারের সাক্ষাতে মুম্বই অবশ্য এগিয়ে রয়েছে। তারা মােট ৩ বার জয় পেয়েছে।


রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারা মোট ৫ বার খেতাব জিতেছে। অন্য়দিকে সানরাইজার্স ডেকান চার্জার্স নামে একবার ও সানরাইজার্স নামকরণের পর একবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। নতুন অধিনায়ক এইডেন মারক্রামের নেতৃত্বে এবার খেলছে কমলা বাহিনী। সানরাইজার্স দলের স্পিনার ময়ঙ্ক মার্কাণ্ডে এর আগে মুম্বইয়ের জার্সিতে আইপিএলে খেলেছেন। এবার তার পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন এই তরুণ স্পিনার। 


অভিনব উদ্যোগ রিঙ্কুর


গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে অবিশ্বাস্য টানা পাঁচ ছক্কায় ম্যাচ জেতানো তাঁকে দিয়েছে ক্রিকেটার হিসেবে পরিচিতি। দারিদ্রের সঙ্গে ক্রমাগত লড়াই করে এগিয়ে আইপিএলের মঞ্চ মাতাচ্ছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। তবে শুধু ক্রিকেট মাঠেই নয়, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই ব্যাটারের দাদাগিরি অব্যাহত মাঠের বাইরেও। আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের দুঃখ-কষ্টের সঙ্গে লড়ে লড়াই করে বড় হয়েছেন। তাই দরিদ্র উঠতি ক্রিকেটারদের পাশে থাকতে অনন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের অর্থে তৈরি করছেন একটি আস্ত হোস্টেল।