বিশাখাপত্তনম: আইপিএল-এর ম্যাচ মানেই টানটান উত্তেজনা, পরতে পরতে নাটক দেখা যায়। গতকাল এলিমিনেটরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচেও তেমনই নাটক দেখা গিয়েছে। হায়দরাবাদের দীপক হুডার রান আউট নিয়ে চূড়ান্ত নাটক হয়। রান নিতে গিয়ে দিল্লির বোলার কিমো পলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান দীপক। উইকেটকিপার ঋষভ পন্থের থ্রো নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে দেয়। দীপক পড়ে যাওয়ায় প্রথমে দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার রান আউটের আবেদন প্রত্যাহার করে নেন। কিন্তু ঋষভ ফের আবেদন করেন। শেষপর্যন্ত দীপককে আউট দেন আম্পায়ার।



গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬২ রান করে দিল্লি। ঋষভ ও পৃথ্বী শ-র দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সেই রান টপকে যায় দিল্লি। ফলে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিল হায়দরাবাদ।