নয়াদিল্লি : একদিনের বিশ্বকাপে অসাধারণ বোলিং। সেইসময় চোটও পান। তারপর থেকেই মাঠের বাইরে। চোট সারিয়ে এবার নেটে ফিরলেন মহম্মদ শামি। এহেন ভারতের তারকা পেসার জানালেন টিম ইন্ডিয়ায় তাঁর প্রিয় দুই বন্ধু কারা।


শামির কথায়, বিরাট কোহলি ও ইশান্ত শর্মাই তাঁর সবথেকে কাছের বন্ধু। কারণ, চোট পাওয়ার পর তিনি যখন মাঠের বাইরে ছিলেন তখন এই দুই জন বরাবর তাঁর পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসাপর্বে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। তাঁর খোঁজ নিয়েছেন। 


শুভঙ্ক মিশ্রর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেন, 'বিরাট কোহলি ও ইশান্ত শর্মা আমার প্রিয় বন্ধু। কারণ, আমি চোট পাওয়ার পর ওঁরাই আমার নিয়মিত খোঁজ রেখে গিয়েছেন।'


মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শামি নিজের শারীরিক অবস্থা নিয়ে জানান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ভারতের তারকা পেসার। সেখানে দেখা যাচ্ছে, তিনি নেটে সাবধানে বল করছেন। গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর, সতর্কতা অবলম্বন করছেন শামি। এখনই সর্বোচ্চ দিয়ে বল করতে চাইছেন না তিনি। কারণ, তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।


বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিলেন শামি। দল খেতাব হাতছাড়া করলেও, প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। তবে তারপরে ভারত-ইংল্যান্ড সিরিজ়ে মাঠে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি তিনি। বাধ সাধে গোড়ালি। শেষমেশ বাধ্য হয়েই ফেব্রুয়ারিতে গোড়ালিতে অস্ত্রোপচার করান শামি। 


অস্ত্রোপচারের পর তাঁর সেরে উঠতে অনেকটা সময় লেগে যায়। ২০২৪-এর আইপিএল ও টি২০ বিশ্বকাপেও তিনি থাকতে পারেননি। ভারতীয় ক্রিকেট দলে শামির অভাব অনুভূত হয়েছে। গতবছর একদিনের বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফর ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যায়নি। চোট নিয়ে ভোগা সত্ত্বেও, একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন তিনিই। ৭ ম্যাচে ২৪ উইকেট নেন। গড় ১০.৭০। তবে, ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে শামি ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে এবছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে টিম ইন্ডিয়া ২টি টেস্ট ও ৩টি টি২০ ম্যাচ খেলবে। তাতে ভারতের তারকা পেসারের প্রত্যাবর্তনের আশা করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।