মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে। নবনির্মিত স্টেডিয়ামের ওই দর্শনীয় ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
আসন্ন ভারত সফরে গুজরাতে আসছেন ট্রাম্প। তাঁর সফর সংক্রান্ত নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখতে স্টেডিয়ামে এসেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মোতেরা স্টেডিয়ামে স্বাগত অনুষ্ঠান ‘নমস্তে ট্রাম্প’-এ যোগ দেবেন।
বর্তমানে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম (এমসিজি) বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দর্শকাসন ৯০ হাজার।
এর আগে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পরিমল নাথওয়ানি ২০১৯-র জানুয়ারিতে তখন নির্মীয়মান স্টেডিয়ামের কয়েকটি ছবি শেয়ার করে দাবি করেছিলেন যে, এই স্টেডিয়াম এমসিজি-র থেকে বড়।