কলকাতা: আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৯ রানে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ফলে গৌতম গম্ভীরদের প্লে-অফে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল। রবিবার রাইজিং পুণে সুপারজায়ান্টসের সঙ্গে কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআর-কে।
বৃষ্টির জন্য এই ম্যাচ দেরিতে শুরু হয়। ভেজা আউটফিল্ড এবং আবহাওয়ার সুযোগ নেওয়ার জন্য টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কিন্তু সুনীল নারিন, উমেশ যাদবরা অধিনায়কের এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি। ফলে ৫ উইকেটে ১৭৩ রান করে মুম্বই। সৌরভ তিওয়ারি ৫২ এবং অম্বাতি রায়াডু ৬৩ রান করেন। দু উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
প্লে-অফে যাওয়া নিশ্চিত করতে হলে এই ম্যাচে জিততেই হত কেকেআর-কে। কিন্তু বোলারদের পর ব্যাটসম্যানরাও ব্যর্থ হলেন। সুনীল নারিন (০) শুরুতেই ফিরে যান। ক্রিস লিন (২৬), গম্ভীর (২১), মণীশ পাণ্ডেরা (৩৩) সেট হয়ে গিয়েও বড় রান করতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য কেকেআর-এর দরকার ছিল ১৪ রান। উমেশ যাদব, ট্রেন্ট বোল্টরা সেই রান করতে পারেননি। ৮ উইকেটে ১৬৪ রান করে কেকেআর।
মুম্বইয়ের কাছে হার, প্লে-অফে যাওয়া অনিশ্চিত কেকেআর-এর
Web Desk, ABP Ananda
Updated at:
13 May 2017 10:18 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -