করাচি: স্ত্রী সানিয়া মির্জার কথা উল্লেখ করে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পক্ষে সওয়াল করলেন শোয়েব মালিক। তাঁর দাবি, সানিয়া ভারতীয় হওয়া সত্ত্বেও পাকিস্তানে তাঁর নিরাপত্তার কোনও সমস্যা হয় না। তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই যে কোনও জায়গায় যেতে পারেন। তাই লাহৌরেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়া উচিত।
আগামী ৫ মার্চ পিএসএল ফাইনাল লাহৌরে হবে কি না, সে বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ মাসের ১৩ তারিখ লাহৌরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে পাকিস্তানে খেলতে যাবেন না। এই পরিস্থিতিতে পিসিবি-ও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। লাহৌরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই পিএসএল ফাইনালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
যদিও শোয়েব বলেছেন, ‘আমি বিদেশি খেলোয়াড়দের বলেছি, দেশে থাকলে আমার নিরাপত্তারক্ষী দরকার হয় না। আমার স্ত্রী ভারতীয়। সে যখন পাকিস্তানে আসে, তখনও নিরাপত্তারক্ষী ছাড়াই ঘুরে বেড়ায়। তাই সবারই পাকিস্তানে খেলতে আসা উচিত।’
শোয়েবের আরও দাবি, খেলার মানের বিচারে বিগ ব্যাশের পরেই আছে পিএসএল। যত দিন যাচ্ছে, এই প্রতিযোগিতার মান বাড়ছে।
সানিয়া ভারতীয় হলেও নিরাপত্তার সমস্যা হয় না, লাহৌরেই পিএসএল ফাইনাল হোক: শোয়েব
Web Desk, ABP Ananda
Updated at:
26 Feb 2017 07:29 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -